আজকের সারাদেশ প্রতিবেদন:
নিজেকে একজন ইহুদিবাদী আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েল না থাকলে পৃথিবীর কোথাও ইহুদিরা নিরাপদ থাকবে না।গত সোমবার রাতে এনবিসিতে ‘লেট নাইট উইথ সেথ মেয়ার্স’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জো বাইডেন বলেছেন, তিনি একজন ইহুদিবাদী। আর ইহুদিবাদী হওয়ার জন্য কারও ইহুদি হওয়ার দরকার নেই।
এরপর তিনি বলেন, কিন্তু এখানে একটি বিষয় আছে। যারা হামাসের হাতে গুটির মতো ব্যবহৃত হচ্ছে তাদেরকে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা দেওয়ার সুযোগটি কাজে লাগাতে হবে। একটি প্রক্রিয়ার মধ্যে বিষয়টি এগোচ্ছে বলে জানান বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি, এভাবে যদি আমরা সেই অস্থায়ী যুদ্ধবিরতির দিকে যেতে পারি, তাহলে আমরা এমন একটি সম্ভাবনার পথে যেতে সক্ষম হবো যেখানে গতিশীল পরিবর্তনের মাধ্যমে দ্বি-রাষ্ট্র সমাধান মেনে আমরা ইসরায়েলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতার নিশ্চয়তা দিতে পারব।
আজকের সারাদেশ/এমএইচ