আজকের সারাদেশ প্রতিবেদন:
নিয়ম অনুযায়ী যে পরিমাণ ডাক্তার থাকার কথা সে পরিমাণ ডাক্তারের উপস্থিতি না থাকা ও ল্যাবে অযোগ্য লোক কাজ করার অভিযোগে চট্টগ্রাম নগরীর সেন্ট্রাল সিটি হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৪ মার্চ) দুপুরের দিকে অভিযান চালিয়ে নগরের প্রবর্তক মোড় এলাকার এই সেন্ট্রাল সিটি হাসপাতালের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী যে পরিমাণ ডাক্তার থাকার কথা সে পরিমাণ ডাক্তারের উপস্থিতি আমরা দেখতে পাইনি। তাদের ল্যাবও অযোগ্য লোক কাজ করছে।
এছাড়া হাসপাতালটিতে পর্যাপ্ত নার্স নেই। এসব অভিযোগে সেন্ট্রাল সিটি হাসপাতাল নামে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজকের সারাদেশ/একে