দুপুর ১২:১০, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিরিয়ানির বদলে জুটল পায়ুপথে ছুরিকাঘাত

আজকের সারাদেশ প্রতিবেদন
মো. মেহেদী আর মো. হাসান দুই বন্ধু। নগরীর বাকলিয়া থানার ডেপুটি সড়ক এলাকার বাসিন্দা তারা। রবিবার সন্ধ্যায় দুজনকে বিরিয়ানির দাওয়াত দেয় তৈয়ব, ফিরুজ আর সাজ্জাদ নামে অন্য তিন বন্ধু। তবে বিরিয়ানির বদলে মেহেদী আর হাসান পেয়েছেন ধারালো অস্ত্রের আঘাত। এরমধ্যে হাসানের পায়ুপথ, মাথায় ও হাতে এবং মেহেদীর মুখে ছুরিকাঘাত করেছে ওই তিন বন্ধু। রবিবার নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজারের হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।


আহত মো. হাসান (১৯) এবং মো. মেহেদী (২০) বাকলিয়া থানার ডেপুটি সড়ক এলাকার বাসিন্দা।
হাসানের বন্ধু শাওন বলেন, তৈয়ব, ফিরুজ আর সাজ্জাদের সঙ্গে হাসানের কথা কাটাকাটি হয়েছিল কিছুদিন আগে। সেই ক্ষোভ তারা পুষে রেখেছে। সন্ধ্যায় বিরিয়ানি খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে তাকে মাথায়, হাতে ও পায়ুপথে ছুরিকাঘাত করেছে। তার সঙ্গে মেহেদী থাকায় মেহেদীর মুখেও ছুরিকাঘাত করছে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. গোলাম মোস্তফা ভ‚ঁইয়া বলেন, রাত সোয়া ১০ টার দিকে তাদের ছুরিকাহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন কায়সার নামের একজন৷ তাদের মধ্যে হাসানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দুই ওয়ার্ডে ভর্তির মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজকের সারাদেশ/১১মার্চ

সর্বশেষ সংবাদ

চাকরির বয়স ৩৫-এর প্রজ্ঞাপন দিতে সোমবার পর্যন্ত আলটিমেটাম

এস আলমের মায়ের মৃত্যু, জানাজায় ছিলেন না কোনো ছেলে

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা