আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশি তারকা ক্রিকেটার তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজের একটি ফোন রেকর্ড সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল টপিকে পরিণত হয়েছে। কী আছে এই রেকর্ডের পেছনে, সে বিষয়ে কথা বলতে ফেসবুক লাইভ করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় সামাজিক মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন জায়গায় তামিম-মিরাজের একটি ফোন রেকর্ড ফাঁস হয়। সেখানে মুশফিককে নিয়ে বিভিন্ন কথা শোনা যায়। ঘটনার পর থেকে ভক্তরা বিভিন্ন আলোচনা-সমালোচনায় মেতেছেন।
এই রেকর্ড ফাঁস হওয়ার পেছনে আসল ঘটনা জানাতে ফেসবুক লাইভে তামিম কথা বলবেন জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। বুধবার (২০ মার্চ) সকালে ফেসবুক পোস্টে তামিম লিখেছেন, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোনকল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি । – তামিম ইকবাল।’
আজকের সারাদেশ/একে