দুপুর ১২:৩১, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গে গাছবোঝাই নসিমনের সংঘর্ষ

আজকের সারাদেশ প্রতিবদেন:

আটকে পড়া গাছ বোঝায় নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়েছে কক্সবাজার এক্সপ্রেসের। এতে ট্রেনের ইঞ্জিনে আঘাত লাগলেও বড় ধরনের কোন হতাহতের ঘটনা ঘটেনি।

রোববার (২৪ মার্চ) দুপুর ১টার দিকে দুলাহাজারা-চকরিয়া সেকশনে এ ঘটনা ঘটে।

কক্সবাজার এক্সপ্রেসের চালক আব্দুল আউয়াল রানা বলেন, ডুলাহাজারা-চকরিয়া সেকশনে ৮১৩ নং “কক্সবাজার এক্সপ্রেস” ট্রেনের সঙ্গে রেললাইনে আটকা পড়া গাছ-বোঝাই নসিমনের সংঘর্ষে সবাইকে আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ রইলো।

তিনি আরও বলেন, আমি ও আমার সহকারী লোকোমাস্টার, ট্রেনের স্টাফ এবং এলাকাবাসীর সহায়তায় নসিমনকে রেললাইনের পাশে ফেলে দিয়ে সেকশন ক্লিয়ার করি। রমজান মাসে আল্লাহর রহমতে বড় ধরনের বিপদ কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্টেশন মাস্টার চকরিয়া জানান, কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার সময় ১টা ১০ মিনিটে চকরিয়া দুলাহাজারায় আসলে কাঠ বোঝায় একটি নসিমন রেলের রাস্তা দিয়ে পার হয়। ওসময় নসিমনটির সাথে ধাক্কা লেগে ইঞ্জিনে আঘাত হয়। তবে বড় কোন ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

মানুষের সচেতনতার অভাব জানিয়ে তিনি বলেন, দায়িত্বরত ট্রেন আসার আগে ব্যারিয়ার ফেললে সেটি তুলে নিয়ে রাস্তা দিয়ে গাড়ি পারাপার করে। এতে মারাত্নক দুর্ঘটনায় পড়তে পারে।

তিনি আরও জানান, ইদানিং ট্রেন চলার সময় পাথর নিক্ষেপ করছে। এতে ট্রেনের কোচের কাচ ভেঙেছে অনেক। এছাড়াও যাত্রী আহত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান