আজকের সারাদেশ প্রতিবেদন:
পিসিবির নির্বাচক কমিটির সর্বসম্মত সুপারিশের পর, পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান মহসিন নকভি বাবর আজমকে পাকিস্তান পুরুষ ক্রিকেট দলের সাদা বলের (ওডিআই এবং টি-টোয়েন্টি) অধিনায়ক নিযুক্ত করেছেন।
এর আগে বাবরের অধিনায়ক হওয়ার প্রসঙ্গে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। পিসিবি সভাপতি মহসিন নাকভি বাবরকে সাদা বলের ফরম্যাটের অধিনায়কত্বের প্রস্তাব দিতে এই সপ্তাহের শুরুর দিকে দেখা করেছেন বলে জানিয়েছে ক্রিকইনফো। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, কেবল ওয়ানডে, টি-টোয়েন্টি নয়, তিন ফরম্যাটের অধিনায়কত্বই চান বাবর আজম।
আজকের সারাদেশ/একে