আজকের সারাদেশ প্রতিবেদন:
সৌদি আরবে ঈদুল ফিতরের চাঁদ দেখা যায়নি। তাই দেশটিতে ঈদ উদযাপিত হবে আগামী বুধবার (১০ এপ্রিল)। তাই বাংলাদেশে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে পরদিন বৃহস্পতিবার। তাই রোজাও হতে পারে ৩০টি।
গালফ নিউজ জানায়, সৌদি আরব ঘোষণা দিয়েছে, মঙ্গলবার হবে রমজানের শেষ দিন। শাওয়াল মাসের প্রথম দিন বুধবার ঈদুল ফিতর উদযাপিত হবে।
এর আগে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ২৯ রমজান সোমবার সন্ধ্যায় মুসলিমদের শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিল। তবে এদিন চাঁদ দেখা যায়নি।
হারামাইন এক্স হ্যান্ডলে এক টুইটে জানিয়েছে, সৌদি আরবে চাঁদ দেখা যায়নি। ঈদুল ফিতর ১০ এপ্রিল, বুধবার উদযাপিত হবে।
এদিকে ঈদের তারিখ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। রমজান শেষে আগামী বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের প্রথম দিন দেশটিতে ঈদ উদযাপিত হবে।
আজকের সারাদেশ/এমএইচ