রাত ১:১৮, বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বেপরোয়া বাস কেড়ে নিল দুই বন্ধুর প্রাণ

আজকের সারাদেশ প্রতিবেদন

পটিয়ায় মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্তবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সড়কের মনসার টেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মো. মামুন (২২) ও একই এলাকার মো. ইমরান (১৬)।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) আবদুর রশীদ বলেন, বিকেলে যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে এবং নিহত দুইজনের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।