আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশের জাহাজ আটকে রাখা অন্তত আট জলদস্যুকে আটক করেছে সোমালিয়ার পুলিশ। মুক্তিপণ পাওয়ার পর জাহাজ ছেড়ে তীরে পৌছানোর পরই তাদের আটক করার খবর দিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। তবে তাদের কাছ থেকে মুক্তিপনের টাকা উদ্ধার করা হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।
সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল পান্টল্যান্ডের একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে স্থানীয় গণমাধ্যম গারোই।
এর আগে গত ১২ মার্চ ভারত মহাসাগর থেকে ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এম ভি আব্দুল্লাহকে জিম্মী করে সোমালিয়ার জলদস্যুরা। দীর্ঘ একমাস আটক রাখার পর গতকাল মুক্তিপণের টাকা পেয়ে জাহাজ ত্যাগ করে তারা। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে গভীর রাতে জাহাজ ত্যাগ করে তারা। তবে জাহাজ ছেড়ে তীরে উঠার সময়ই ৮ জলদস্যুকে আটক করে পুলিশ। এর আগে একটি উড়োজাহাজে ব্যাগ ভর্তি ডলার জাহাজের পাশে ফেলা হয়। জলদস্যুরা তা কুড়িয়ে নেয়।
আজকের সারাদেশ/এসআর/এমএইচ