আজকের সারাদেশ প্রতিবেদন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৪ সালের নির্বাচনে অংশ নেয়নি বিএনপি-জামায়াত। ভোটের মাঠে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিলো আওয়ামী লীগই। মূল হলুদ দাবি করা অংশের নিরঙ্কুশ বিজয় লাভ। অপরদিকে হলুদ থেকে বেরিয়ে আরও দুইটি ভাগে বিভক্ত হওয়া দল দুই নির্বাচনে একসাথে হয়ে একটি প্যানেল দিয়েছিলো। যার ভরাডুবি হয়েছে।
চবি শিক্ষক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আইন বিভাগের প্রফেসর এ বি এম আবু নোমান।
মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বেলা দেড়টায়। পরে রাত নয়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
সহ-সভাপতি পদে নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ পদে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর শাহনেওয়াজ মাহমুদ সোহেল, যুগ্ম-সম্পাদক ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের প্রফেসর ড. মো. নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এছাড়া শিক্ষক সমিতির সদস্য নির্বাচিত হয়েছে আধুনিক ভাষা ইন্সটিটিউটের সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম, ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মো. রাশেদ-উন-নবী, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম সাদাত আল সাজীব, পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর এ কে এম রেজাউর রহমান, সমাজতত্ত্ব বিভাগের প্রফেসর এসএম মনিরুল হাসান ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর ড. এএসএম বোরহান উদ্দীন।
আজকের সারাদেশ/ইই/এমএইচ