ভোর ৫:২৬, শনিবার, ৩রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রামে গরু বাজারে কাউন্সিলর মোবারক আলীর কোটি টাকার গরু বাঁধার খুঁটির ব্যবসা

আজকের সারাদেশ প্রতিবেদন

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসছে। সবাই নিজের পছন্দের পশু কিনার জন্য ছুটছেন এক বাজার অন্য বাজারে। চট্টগ্রাম শহরের দ্বিতীয় বৃহত্তম পশুরবাজার মুরাদপুরস্থ বিবিরহাট। এই হাটে ইজারাদার না থাকায় হাসিল আদায় করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন।

অন্যদিকে গরু বাধার জায়গা বা খুঁটি ভাড়া দিয়ে সর্বনিম্ন ৪০ হাজার থেকে লাখ টাকা নিচ্ছে স্থানীয় কাউন্সিলর মোবারক আলী। এতে আদায় করছেন কোটি কোটি টাকা। দেখভালের দায়িত্ব কাঁধে নিয়ে এ যেন কোটি টাকার খুঁটি ব্যবসা করছেন স্থানীয় কাউন্সিলর মোবারক আলী।

তবে টাকা নেওয়ার বিষয়টি কাউন্সিলর মোবারক স্বীকার করলেও, কোনো ‘উপরি’ কামাই কিংবা জায়গা ভাড়া নয়, ত্রিপল, প্যান্ডেলিং, লাইটিং এবং পরিচ্ছন্নতা বাবদ এককালীন খরচ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তার দাবি, ওই টাকা খুশি মনে দিচ্ছেন বেপারিরা।

এদিকে বাজারে ক্রেতা না থাকায় বেচাবিক্রি কম, তার ওপর কাউন্সিলরের লোকদের ‘উপরি’ দিতে গিয়ে দিশেহারা বেপারিরা। পশু এনে যেন তাদের মহাভুল। এসব কারণে সামনের হাটে পশু নিয়ে আসবেন কিনা—এ নিয়েও চিন্তা করছেন বেপারিদের কেউ কেউ।

কাউন্সিলরের এমন নীরব ‘চাঁদাবাজির’ কারণে বেপারি কম আসলে বা বেচাবিক্রি কম হলে পশুরহাট থেকে রাজস্ব আদায়ে আরও ভাটা পড়বে বলে মনে করছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্তারা। তারা বলছেন, মেয়রের অনুপস্থিতিতে এবার ‘পোয়াবারো’ ওই কাউন্সিলরের। ইচ্ছা থাকলেও কঠোর নির্দেশনার অভাবে কিছুই করতে পারছেন না তারা।

অভিযোগ উঠেছে, স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে প্রভাবশালীরা দখলে রেখেছে এই ঐতিহ্যবাহী পশুর বাজারটি। ফলে তিন তিনবার টেন্ডার আহ্বান করেও বাজারটি ইজারা নিতে আগ্রহ দেখাননি কোনো ব্যবসায়ী। এতে দেড় কোটি টাকার বেশি রাজস্ব হারাতে বসেছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

নগরের মুরাদপুর এলাকার এই হাটে পরপর দুইদিন (১১ ও ১২ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে, অন্যান্যবারের তুলনায় গরু এসেছে অনেকটা কম। বেপারিরা পার করছেন অলস সময়। প্রতিবার অন্তত চার ঘণ্টা হাট ঘুরে বিক্রি হতে দেখা গেছে সর্বোচ্চ ১১টি গরু। যেখানে অন্যান্য হাটে বেচাবিক্রি এর দ্বিগুণেরও বেশি।

চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত দুইশ বেপারি গরু নিয়ে এসেছেন। কিন্তু শনিবার থেকে শুরু হওয়া বাজারে বিক্রি নেই বললেই চলে। অধিকাংশ বেপারি অলস সময় কাটাচ্ছেন। বিক্রি না থাকায় ক্ষতির আশঙ্কার চিন্তার ছাপ ছিল প্রায় সবার মুখে। বাজারে প্রবেশ ও বের হওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে একটি মাত্র পথ। বৃদ্ধ ও শিশুদের পশুর হাটে প্রবেশ নিয়ন্ত্রণে রাখা হয়নি কোনো ব্যবস্থা।

সরেজমিনে গিয়ে এবং বেপারিদের সাথে কথা বলে জানা গেছে, হাটে গরু রাখার জন্য খুঁটি গেঁড়ে নম্বর দিয়ে সিরিয়াল করে তৈরি করা হয়েছে খাইন। একেকটি খাইনে ৩০ থেকে ৩৫টি গরু রাখা যায়। গরু কম থাকলে এক খাইন ভাগ করে নেন দুই বেপারি মিলে। আর এসব খাইন বাবদ তাদের কাছ থেকে এককালীন আদায় করা হচ্ছে ৪০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত।

মাগুরা জেলা থেকে ৩৬টি গরু নিয়ে বিবিরহাটে এসেছেন মো. রাসেল। তিনি বলেন, ‘আমাদের এখানে আসার আগে আঁড় (খাইন) কিনতে হয়। একেকটা আঁড়ে এক লাখ টাকা করে খরচ। গতবারও এই হাটে এসেছিলাম। তখন এক লাখ টাকা দিয়েছিলাম।’

হাটে একাধিক বেপারির সাথে কথা বলে ও সরেজমিন অনুসন্ধান করে জানা গেছে, মূলত আজগর খান নামে এক ব্যক্তি এই টাকা তোলেন। বেপারিদের কাছে তিনি ‘আজগর মামা’ হিসেবেই পরিচিত। তার সাথেই হাটে আসার বিষয়ে টাকার কন্ট্রাক্ট হয় বেপারীদের। তাকে টাকা না দিলে এই হাটে গরু তোলা যাবে না— এমন নির্দেশনা স্থানীয় কাউন্সিলরের!

অভিযোগ অস্বীকার করে আজগর খান বলেন, ‘এটা আমি জানি না। এগুলো মোবারক ভাই যেরকম বলে আমরা সেরকম করি। আলোকসজ্জার জন্যে মোবারক ভাই আমাদেরকে টাকা নিতে বলেছে।’

নাম প্রকাশে অনিচ্ছা জানিয়ে চসিকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‘খাইন বা গরু রাখার জায়গা ব্যবসাটি ওপেন সিক্রেট হয়ে গেছে। মেয়র মহোদয় দেশের বাইরে থাকায় এবার নির্দেশনার ঘাটতি ছিলো। জানতে পেরেছি ইজারাদাররা গরু ব্যবসায়ীদের দাদন দেয়। আর সেজন্যই দূর-দূরান্ত থেকে আসা গরু বেপারিরা খাইনের জন্য মোটা অঙ্কের টাকা দিতে বাধ্য হয়। যেখানে চসিকের স্থায়ী হাটগুলোতেই খাইন ব্যবসা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সেখানে অস্থায়ী হাটগুলোয় এগুলো কন্ট্রোল করাতো অনেক দূরহ বিষয়।’

বিবিরহাট বাজারের সাবেক এক ইজারাদার জানান, এই হাট ঘিরে নিজস্ব বলয় তৈরি করেছেন কাউন্সিলর মো. মোবারক আলী। গত দুইবছর ধরে হাটটি তিনি ইচ্ছেমাফিক পরিচালনা করেন। ইজারায় আগ্রহীদের ঠেকাতে নিজ কার্যালয়ের পাশের বাজারটির জায়গা ভাড়া দিয়েছেন কয়েকটি এগ্রো ফার্মের কাছে।

জানা গেছে, টানা ২২ বছর ধরে চসিকের রাজস্ব আয়ে ভূমিকা ছিল বাজারটির। ২০২৩ সালের শুরুতে মুরাদপুর মোড়ে ব্রিজ ও সড়ক উন্নয়ন কাজের জন্য প্রায় ছয় মাস রাস্তা বন্ধ থাকে। ওই বছরই বিবিরহাট বাজারের নিয়ন্ত্রণ চলে যায় স্থানীয় ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর মোবারক আলীর হাতে। ইজারা না হওয়ায় বিবিরহাট বাজার থেকে খাস কালেকশনের মাধ্যমে রাজস্ব আদায় শুরু হয়।

এবার বাজারটির সরকারি ইজারা মূল্য ছিল ২ কোটি ২৭ লাখ ৯৬ হাজার ৭৭৭ টাকা। ইজারা না হওয়ায় ঈদের আগ পর্যন্ত সপ্তাহে দুইদিন বাজার বসত হাটটিতে। সেখান থেকে প্রায় ১০ হাজার টাকা রাজস্ব পেত চসিক।

চসিকের ৭ নম্বর ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোবারক আলী গরু বেপারিদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘এটা খাইন বাবদ নয়, হাটের ত্রিপল, প্যান্ডেল, লাইটিং এবং পরিচ্ছন্নতা বাবদ কিছু টাকা বেপারিদের কাছ থেকে নেওয়া হয়। এই হাটে ইজারাদার না পাওয়ায় সিটি করপোরেশনের পক্ষ থেকে এসবের ব্যবস্থা করা হয়নি। ত্রিপল এবং লাইটিং বাবদই এখানে ৯ লাখ টাকা খরচ করা হয়েছে। এজন্যই খরচটা নেওয়া হয়।’

‘লাখ টাকার গরুকে খোলা আকাশের নিচে তো রাখা যায় না। নিয়ম হচ্ছে, হাসিল আদায় হয় বিক্রেতার কাছ থেকে। আমাদের এখানে ঐতিহ্য হয়ে গেছে হাসিল দেবেন বিক্রেতা। আমরা বিক্রেতাদের কাছ থেকে হাসিল নিই না। বেপারিরা যদি নিজ উদ্যোগে ত্রিপলের ব্যবস্থা করে তাইলে বিবিরহাটে আর গরু আসবে না। তাই আমরা ব্যবস্থা করি এটা। এই খরচটা বেপারিরা দেয়। তবে বলপূর্বক নেওয়া হয় বিষয়টা এরকম নয়। কারও ৪০টি গরু থাকলে গরুপ্রতি হয়তো এক হাজার টাকা করে পড়ে।’

ইজারাদার ঠেকাতে কৌশলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেউ যদি বিড না করে তাইলে সেটা কি আমার অপরাধ? এটাতো ওপেন টেন্ডার ছিলো। ইজারাদার না পেয়ে গত ৯ তারিখ হাটটি আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ত্রিপল এবং লাইটিং এর ব্যবস্থা করা না হলে কি বেপারিরা গরু আনতো? তাহলে তো হাটই জমতো না। এখন এসব করাটা কি আমার অপরাধ হয়েছে? আমাকে তো এটা চসিক অতিরিক্ত দায়িত্ব দিয়েছে। আমি তো নিজ থেকে হাটের দায়িত্ব নেইনি।’

বিবিরহাটের বাজারের আশেপাশেই অন্তত ৩০ স্পটে এগ্রো’র সাইনবোর্ড দিয়ে পশু বিক্রি হচ্ছে জানিয়ে এই কাউন্সিলর বলেন, ‘বিবিরহাট বাজারে গরু কিভাবে আসবে? এটার আশেপাশেই ৩০টি এগ্রো ফার্ম সাইনবোর্ড ঝুলিয়ে পশু বিক্রি করছে, কেউ হাসিল ছাড়া গরু কিনতে পারলে হাসিল দিয়ে কেন গরু কিনতে আসবে?’

চট্টগ্রাম সিটি করপোরেশনের এস্টেট অফিসার রেজাউল করিম হাট থেকে অতিরিক্ত টাকা আদায়ের বিষয়ে বলেন, ‘চসিকের লোক দিয়ে হাসিলের টাকা খাস কালেকশন করা হচ্ছে। যেহেতু ইজারাদার পাওয়া যায়নি সেহেতু হাটের তত্ত্বাবধানে স্থানীয় কাউন্সিলর রয়েছেন। আমাদের লোকরা শুধু হাসিল নেবে। আমার জানামতে ওখানে কিছু পলিটিক্যাল লোকজন খাইন ব্যবসা শুরু করে দিয়েছে। এটা আমরা চাইলেও পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারছি না। তবে আমি মেয়র মহোদয়কে জানিয়েছি, খাইন ব্যবসার কারণে বেপারির আগ্রহ হারাচ্ছে। গরুরহাটগুলো খাইন ব্যবসার কারণে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে।’

অলিগলির অবৈধ হাট গড়ে ওঠার পেছনেও খাইন ব্যবসা দায়ী উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, ‘ব্যবস্থা নেওয়ার মতো সময়টা খুব কম। আইনশৃঙ্খলাবাহিনী চাইলে সহযোগিতা করতে পারে আমাদের। দিনশেষে খাইন ব্যবসা টিকে থাকলে চসিকের হাটগুলো থাকবে না। আর সরকার রাজস্বও হারাবে। আমি আমাদের প্রধান নির্বাহীকে বলেছি যে, খাইন ব্যবসার কারণেই অলিগলিতে অবৈধ হাটগুলো গড়ে উঠছে। চসিকের হাটগুলোতে খাইন ভাড়া দিতে হয় বিধায় বেপারিরা অবৈধ হাটগুলোতে গরু নিয়ে যাচ্ছেন।’

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) মো. মোখলেছুর রহমান বলেন, ‘একটা হচ্ছে হাসিল আদায়ের টাকা। যেটি চসিকের রাজস্ব খাতে যোগ হয়। খাইন ভাড়ার বিষয়টা প্রত্যেক বাজারেই হচ্ছে। যারা ইজারা নেয় হাট তারা নির্দিষ্ট একটা জায়গা বেপারিদের দেয়। বিনিময়ে বেপারিরা নির্দিষ্ট অঙ্কের টাকা তাদের পরিশোধ করে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সব বাজারেই এটি প্রচলিত। বাজার নিয়ন্ত্রকদের সাথে বেপারিদের একটা বোঝাপোড়া থাকে। আমাদের কাছে যতক্ষণ অভিযোগ না করে ততক্ষণ আমরা কিছুই করতে পারি না। যদি তারা আমাদের কাছে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে অভিযোগ করে তখন এটার বিষয়ে আমরা ব্যবস্থা নিতে পারবো। এখানে মূল কাজটাই হচ্ছে চসিকের। তাদের ম্যাজিস্ট্রেট আছে। যথেষ্ট লজিস্টিক সাপোর্ট আছে।’

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক