আজকের সারাদেশ প্রতিবেদন
বিশ্বকাপের দারুণ এক রেকর্ড নিজের নামে করে নিয়েছেন বাংলাদেশী পেসার তানজিম হাসান সাকিব। নেপালকে কাঁপিয়ে তিনি বনে গেছেন বিশ্বকাপে এক ম্যাচে সবচেয়ে বেশি ডট বল করা বোলার।
আজ আক্রমণে এসে সাকিব প্রথম ওভারে ৫ রান দিয়েছিলেন। কিন্তু পরের তিন ওভার মিলিয়ে দিয়েছেন মাত্র ২ রান। সব মিলিয়ে তিনি তার কোটা শেষ করেছেন ২১টা ডট বল নিয়ে। তাতেই ইতিহাসে নাম লেখা হয়ে গেছে সাকিবের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ডটা এখন শুধুই সাকিবের।
২০১২ বিশ্বকাপে অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিপক্ষে ২০টা ডট বল দিয়ে রেকর্ডটা গড়েছিলেন। এরপর এবারের বিশ্বকাপে এই রেকর্ডটা তিন বার ছুঁয়েছেন তিন বোলার।
শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ওটনিল বার্টম্যান ২০ ডট দিয়েছিলেন। এর ১০ দিন পর ১৪ জুন উগান্ডার বিপক্ষে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন আর ট্রেন্ট বোল্ট দেন ২০টি করে ডটবল। আজ তানজিম ১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে নিজের করে নিলেন।