আজকের সারাদেশ প্রতিবেদন:
রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় পুলিশ একাডেমি থেকে ১৬ টি রাসেলস ভাইপার উদ্ধার হয়েছে। আজ সকাল থেকে এসব সাপ উদ্ধার করা হয়। এরমধ্যে অনেকগুলো রাসেলস ভাইপারের বাচ্চা ছিল।
সূত্র জানায় সকালে প্রথম নয়টার দিকে বেশকিছু রাসেলস ভাইপারের বাচ্চার দেখা মিলে পুলিশ একাডেমির ভেতরেই। পরে সেগুলোর বেশকিছু পিটিয়ে মেরে ফেলা হয়। প্রথম দফায় প্রায় নয়টির মতো রাসেল ভাইপার একসাথে চোখে পরে।
পরে দ্বিতীয় দফায় দুপুরে আবারও একাধিক রাসেলস ভাইপার চোখে পরে। পরে বন বিভাগকে খবর দেয়া হয়। তাদের কাছে বেশকিছু রাসেলস ভাইপার হস্তান্তর করা হয়।
একাডেমির অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মাবুদ দুলাল জানান, “প্রথমে ৯ টি ও পরে ৭ টি সাপ বেরিয়ে আসে। প্রথমেই কিছু সাপ পিটিয়ে মেরে ফেলা হয়। পরে বনবিভাগকে খবর দেয়া হয়। বাকি সাপগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।”