রাত ১:১৮, বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

২ বছরে পদ্মা সেতুতে টোল আদায় ১ হাজার ৬৪৮ কোটি টাকা

আজকের সারাদেশ প্রতিবেদন

২০২২ সালের ২৫ জুন থেকে ২০২৪ সালের ২৪ জুন পর্যন্ত ২ বছরে পদ্মা সেতু দিয়ে প্রায় ১ কোটি ২৭ লাখ যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ হাজার ৬৪৮ কোটি টাকার বেশি।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে সেতু ভবন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে তিনি সেতু কর্তৃপক্ষের বোর্ড মিটিংয়ে যোগদান করেন।

ওবায়দুল কাদের বলেন, ৩২ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুর সুফল আমরা ভোগ করছি। ২১টি জেলার ৩ কোটি মানুষ সুবিধা ভোগ করছেন। ৬ কিস্তিতে এখন পর্যন্ত ৯৪৮ কোটি টাকা অর্থ বিভাগকে পরিশোধ করা হয়েছে। ২৭ জুন সপ্তম কিস্তির ৩১৪ কোটি টাকার চেক প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, এই দিনটি আমাদের জন্য অনেক প্রতীক্ষিত। ২ বছর আগে পদ্মা নদীর উপর পদ্মা সেতু নির্মাণ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে নিজ অর্থায়নে এ পদ্মা সেতু করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- সেতু বিভাগের সচিব মনজুর হোসেন ও সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী প্রমুখ।