আজকের সারাদেশ প্রতিবেদন
ছাগলকাণ্ডে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের নামে-বেনামে সম্পদের তথ্য যেমন বেরিয়ে আসছে; তেমনি বেরিয়ে এসেছে, অবৈধভাবে খালের জমি দখল করে গড়ে ওঠা সাদেক অ্যাগ্রো’র নানা অনিয়মের তথ্যও।
বৃহস্পতিবার (২৭ জুন) সকালে মোহাম্মদপুরে অবস্থিত সাদেক অ্যাগ্রো’তে দেখা যায় এক ভিন্ন চিত্র, সিটি করপোরেশনের অভিযানের সময় ফার্মের কর্মীরা, কান ধরে টেনেহিঁচড়ে বের করে আনছেন সেই ছাগলটিকে।
প্রত্যক্ষদর্শী সাজ্জাদ বলেন, এই ছাগলের জন্য কত কিছুই না হয়ে গেল! শুনেছি, আজ সাদেক অ্যাগ্রো ভাঙা হবে; সেই খবর পেয়ে ছুটে এসেছি দেখতে। এতদিন টিভি আর মোবাইল ফোনে ১৫ লাখ টাকার ছাগলটিকে দেখেছি। সে কারণে আজকে নিজচোখে দেখতে এসেছি। তবে এসে দেখে মনে হলো, ‘চিন্তায় চিন্তায়’ ছাগলটি অনেক শুকিয়ে গেছে! কিন্তু মোবাইল ফোনে ছবিতে এটিকে মোটা আর বড় লাগছিল।
এলাকাবাসীরাও ভিড় করছেন ছাগলটিকে দেখতে। এসময় সাধারণ মানুষকে বলতে শোনা যায়- ‘লাখ টাকার ছাগলে খাইলো কোটি টাকার বাগান’! মূলত, এই ছাগলকাণ্ডের কারণেই রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দুর্নীতি আর অঢেল সম্পদের তথ্য বের হয়ে আসতে থাকে সংবাদমাধ্যমে। এই কারণেই ছাগলটিকে নিয়ে শুরু হয়, নানান রকমের রম্য কাহিনি!