রাত ১:১৮, বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে ড্রেন পরিষ্কারের সময় পাহাড় ধসে কৃষক নিহত

আজকের সারাদেশ প্রতিবেদন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে জমির ড্রেইন পরিস্কার করতে গিয়ে পাহাড় ধসে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবু বক্কর (৫৫)। সে স্থানীয় বাসিন্দার মৃত আলী মিয়ার পুত্র।

আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলি এলাকায় পাহাড়ের ঢালুতে খেতের জমিতে কাজ করতে যান নিহত কৃষক আবু বক্কর।

পাহাড়ের ঢালের পাশে জমির ড্রেইনে কাজ করার সময়ে হঠাৎ পাহাড় ধসে মাটি চাপা পড়ে। খবর পেয়ে স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই কৃষকের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।