বিকাল ৫:২৭, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাজেক ঘুরতে গিয়ে আটকা পড়লেন শতাধিক পর্যটক

আজকের সারাদেশ প্রতিবেদন

তিনদিনের ভারি বর্ষণে পাহাড়ি ঢলে কাচাঁলং নদীর পানি বেড়ে রাঙামাটির বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিতে বন্দী হয়ে সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। সোমবার (১ জুলাই) মধ্যরাত থেকে অতিবর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করে। এদিকে সাজেকে অবস্থানরত সকল পর্যটক সুস্থ আছেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

জানা গেছে, গত কয়েকদিনে বৃষ্টিতে উপজেলার সদর, বারবিন্দু, মাস্টার পাড়া, লাইন্যা ঘোনা, উলুছড়ি, এফ ব্লক, পশ্চিম মুসলিম ব্লক, রুপকারি, পুরাতন মারিশ্যা গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে প্রায় ১০হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এছাড়াও দীঘিনালা সাজেক সড়কের বাঘাইহাট বাজার প্লাবিত হওয়ায় সাজেকে আটকা পড়েছে শতাধিক পর্যটক। মঙ্গলবার ( ২ জুলাই) সকাল থেকে কোন পর্যটক সাজেকে প্রবেশ করতে পারেনি।

সাজেক কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন জানিয়েছেন, টানা বৃষ্টিতে বাঘাইহাটে পানি উঠায় সাজেকে অবস্থানরত পর্যটকরা ফিরতে না পেরে আটকা অবস্থায় রয়েছেন। তবে তারা সুস্থ আছেন। বৃষ্টি কমলে আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে পানি নেমে যাবে। তারপর তারা নিজ নিজ গন্তব্যে ফিরতে পারবেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার জানান, টানাবৃষ্টিতে পাহাড়ি ঢলের কারণে বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কি পরিমাণ মানুষ পানিবন্দী রয়েছেন তার সঠিক হিসাব এই মুহূর্তে বলা যাচ্ছে না। ইতিমধ্যে ৫৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে কিন্তু সেখানে কেউ এখনো আসেননি। অপরদিকে খাগড়াছড়ির দীঘিনালা সড়ক ও বাঘাইছড়ির বাঘাইহাট বাজার পানিতে ডুবে যাওয়ায় শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়ে আছে।

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক