সকাল ১১:১৮, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বান্দরবানে নিখোঁজ দুই স্কুলছাত্রীর সন্ধান মেলেনি ৭২ ঘণ্টায়ও

আজকের সারাদেশ প্রতিবেদন

টানা বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে নৌকাডুবির ঘটনায় হানারাং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শান্তি রানি ত্রিপুরা (১০) এবং থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ফুলবানী ত্রিপুরা নামে দুইজন এখনও নিখোঁজ রয়েছে।

গত সোমবার (১ জুলাই) ইঞ্জিন চালিত নৌকায় করে যাওয়ার পথে প্রবল বৃষ্টি ও স্রোতের কারণে উপজেলার পদ্মঝিরি, চিংড়ি ঝিরি এলাকায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হয় দুই স্কুলছাত্রী।

নিখোঁজ স্কুলছাত্রী ফুলবানী ত্রীপুরা থানচি উপজেলার তিন্দু ইউপির ৫নং ওয়ার্ডের হরিশ চন্দ্র পাড়ার বাসিন্দা নিলাপ্রু ত্রীপুরার মেয়ে ও আরেকজন শান্তি রানি ত্রীপুরা একই এলাকার স্থানীয় বাসিন্দা মুক্তিজন ত্রিপুরার মেয়ে।

এই দুই পরিবারের নিকট আত্মীয় প্রশান্ত ত্রিপুরা বলেন, গতকাল সকাল থেকে সারাদিন তাদের খুঁজেছি, মনে হচ্ছে তারা বেঁচে নেই। তাদের পরিবারের সদস্যরা খুবই কষ্টে আছে, প্রশাসনের কেউ আজকে খুঁজতে না গেলে, আমরাই আজ তাদের খুজতে যাব।

এদিকে নিখোঁজের পর থেকে থানচি ফায়ার সার্ভিস টিম উদ্ধার কার্যক্রম পরিচালনা করলেও এখনো পর্যন্ত নিখোঁজ দুই স্কুল ছাত্রীর কোনো খোঁজ মেলেনি।

এ বিষয়ে তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, গতকাল থেকে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজন ওই এলাকায় খোঁজাখুঁজি করেও কোনো স্থানে তাদের মরদেহ ভেসে উঠেছে বলে খবর পাইনি। আজকেও আবার উদ্ধার কাজে যাব।

বুধবার (৩ জুলাই) সকালে এ বিষয়ে থানচি ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তরুণ জৌতি বড়ুয়া বলেন, নিখোঁজের পর হতে উপজেলা প্রশাসনের সহায়তায় উদ্ধার অভিযান পরিচালনা করছি,তবে নিখোঁজের স্থানে তাদের পাওয়া যাবে বলে মনে হচ্ছে না,সাঙ্গু নদীর স্রোত বেশি তাই তারা অন্য কোথাও ভেসে গিয়েছে বলে মনে হচ্ছে। তাদের খুঁজতে আজকেও আমরা বের হব।

এ বিষয়ে থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, সাঙ্গু নদীতে প্রবল স্রোত। আর স্রোতের প্রবলতা এতো বেশি যে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতেও সমস্যা হচ্ছে। উপজেলা ফায়ার সার্ভিস অফিসে প্রশিক্ষিত ডুবুরি দল না থাকাতে উদ্ধার কার্যক্রম কিছুটা বিলম্ব হচ্ছে। তবে তাদের উদ্ধারে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল