দুপুর ১২:২০, বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোপার ৫০ বছরে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-কলম্বিয়া

আজকের সারাদেশ প্রতিবেদন

কোপা আমেরিকার টানটান সেমিফাইনালে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে দিল কলম্বিয়া। ম্যাচের একমাত্র গোলটি করলেন জেফারসন লার্মা।

দীর্ঘসময় কলম্বিয়াকে ১০ জনে পেয়েও গোল শোধ করতে পারল না উরুগুয়ে। ফাইনালে কলম্বিয়াকে খেলতে হবে মেসির আর্জেন্টিনার বিরুদ্ধে। এরই মধ্য দিয়ে ১৯৭৫ সালে শুরু হওয়া কোপা আমেরিকার ৫০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।

চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে ছিল ১৫ বারের চ্যাম্পিয়ন উরুগুয়ে (উরুগুয়ে)। কিন্তু বৃহস্পতিবার ভোরে (ভারতীয় সময়) খানিক অঘটন ঘটিয়েই সেই উরুগুয়ের বিরুদ্ধে জয় তুলে নিল কলম্বিয়া। ম্যাচের একেবারে প্রথম মিনিট থেকেই দুই শিবিরের লড়াই ছিল টানটান। উরুগুয়ে খাতাকলমে খানিকটা এগিয়ে থাকলেও ১৫ বারের চ্যাম্পিয়নদের এক ইঞ্চিও জমি ছাড়েনি কলম্বিয়া।

রদ্রিগেজরা এগিয়েও যান প্রথমার্ধেই। ম্যাচের ৩৯ মিনিটে কলম্বিয়ার হয়ে গোলটি করেন লার্মা। কর্নার কিক থেকে রদ্রিগেজের বাড়ানো ক্রসে বলে হেড করেন তিনি। বল জালে জড়িয়ে যায়। এগিয়ে যায় কলম্বিয়া।

যদিও কয়েক মিনিট পরেই কলম্বিয়া শিবির ধাক্কা খায়। লালকার্ড দেখে মাঠের বাইরে যেতে হয় ড্যানিয়েল মুনোজকে। গোটা দ্বিতীয়ার্ধ তাঁদের খেলতে হয় ১০ জনে। তবে সেই ১০ জনে খেলেই উরুগুয়ের মুহুর্মুহু আক্রমণ রুখে দিল কলম্বিয়ানরা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল উরুগুয়ে। তবে গোলমুখ খুলতে পারেননি নুনেজ-সুয়ারেজরা।

উলটো সুয়ারেজ গোটা দুই সুযোগ নষ্ট করেন, একটি বল মারেন বারপোস্টে। অপরদিকে উরুগুয়ের আক্রমণের ঝড়ের মাঝে প্রতি আক্রমণে গোটা দুই সহজ সুযোগ পেয়েছিল কলম্বিয়াও। কিন্তু তাঁরাও আর গোলমুখ খুলতে পারেননি। ফলে খেলা শেষ হয় ১-০ গোলেই।

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল