বিকাল ৫:২৩, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে ছেলের সিনেমা দেখে কাঁদলেন অমিতাভ

আজকের সারাদেশ প্রতিবেদন:

ছেলে অভিষেক বচ্চনের প্রশংসা করতে কখনোই পিছপা হন না অমিতাভ বচ্চন। সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘ঘুমর’ নিয়ে আরেক প্রস্থ প্রশংসাবাণী শুনালেন তিনি। বিগ বি জানান, সিনেমাটি দুবার দেখেছেন ও দেখতে দেখতে কেঁদে ফেলেছেন।

এক ব্লগ পোস্টে সিনেমাটিকে ‘অনন্য’ তকমা দিয়ে লেখেন, রোববার (১৩ আগস্ট) দুপুর ও রাতে পরপর দুবার ‘ঘুমর’ দেখলাম। আর কেমন লেগেছে সেটা আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারব না। এক কথায় বলতে গেলে অনন্য। প্রথম দৃশ্য থেকে চোখে পানি চলে এসেছিল। দর্শকরা এখানে এমন কিছু দেখবেন যা আবেদনময় ও খুবই সুন্দর।

সিনেমাটির পরিচালক আর বালকির সঙ্গে এর আগে ‘চিনি কম’, ‘পা’, ‘কি অ্যান্ড কা’র মতো ছবিতে কাজ করেছেন অমিতাভ।

নির্মাতার প্রশংসা করে লেখেন, সিনেমার পুরোটা ক্রিকেট খেলা, একটি মেয়ে ও তার স্বপ্ন নিয়ে। তবে শেষ পর্যন্ত খেলাটাই সব থাকে না, পরিবারের প্রতিক্রিয়া, মায়ের প্রভাব, মধ্যবিত্ত পরিবারের গল্প হয়ে ওঠে। সিনেমার সহজ-সরল বলার ধরন এই গল্পের মূল আকর্ষণ। জয়ী ও পরাজিত সবার জটিল ভাবনাকে তিনি (আর বালকি) একদম সহজভাবে তুলে ধরেছেন।

‘ঘুমর’-এ অতিথি চরিত্রে অমিতাভ বচ্চনও রয়েছেন। তিনি ভাষ্যকারের ভূমিকায় ছিলেন। তবে অভিষেকের সঙ্গে কোনো ফ্রেম শেয়ার করেননি।

অন্যান্য চরিত্রে আছেন সাইয়ামি খের, শাবানা আজমি ও অঙ্গদ বেদি।

ছবিতে এক ক্রিকেটারের গল্প তুলে ধরা হয়েছে, যিনি সব প্রতিকূলতাকে জয় করে নিজের সবার কাছে তুলে ধরতে পেরেছিলেন। তার ব্যতিক্রমী এ যাত্রায় সঙ্গী হয়েছিলেন কোচ। আজ শুক্রবার (১৮ আগস্ট) সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

আজকের সারাদেশ/১৮ আগস্ট

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক