রাত ৩:০৯, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ডিসি-এসপির নম্বর ক্লোন করে টাকা দাবি, থানায় জিডি

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের জেলা প্রশাসকে ও পুলিশ সুপারের সরকারি নম্বর ক্লোন করে বিভিন্নজনকে ফোন করে টাকা চাওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রমাণ পাওয়ার পর এই ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পাশাপাশি এই বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসক  আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে ডিসি-এসপির নম্বর ক্লোন করার বিষয়টি জানানো হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ক্লোন করা নম্বর থেকে ফোন করে জেলা প্রশাসনের কয়েকজন কর্মচারীর কাছে টাকা চাওয়া হয়। বিষয়টি তাঁদের কাছে খটকা লাগলে অন্যদের জানান। পরবর্তীতে ক্লোন করা নম্বরে ফোন করা হলে কেউ আর ফোন ধরেনি। এরপর যাচাই করে ফোন ক্লোন করার বিষয়টি নিশ্চিত হন তাঁরা।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসকের স্টাফ অফিসার প্লাবন কুমার বিশ্বাস নম্বর ক্লোন করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসকের সরকারি নম্বরটি ক্লোন করে (01713104332)  ফোন করে টাকা চাওয়া হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। তাই উক্ত নম্বর থেকে ফোন করা হলে সে বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য বলেছেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান। ইতোমধ্যে কোতোয়ালি থানায় এ নিয়ে একটি জিডি করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

অন্যদিকে পুলিশ সুপারের নম্বর ক্লোন করেও টাকা দাবি করা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নম্বর ক্লোন করা নিয়ে কেউ কোন দূরভিসন্ধি বা ষড়যন্ত্র করছে কি না তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম শফিউল্লাহ।

আজকের সারাদেশ/২০আগস্ট/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা