রাত ১১:৪৬, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন ভিসানীতি আরোপে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি

আজকের সারাদেশ প্রতিবেদন:

মার্কিন ভিসানীতি আরোপে পুলিশে ইমেজ সংকট হবে না বলে মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল-মামুন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিভিন্ন সংঘাতের সময় অবৈধ অস্ত্র প্রদর্শন হয় কিন্তু অস্ত্র উদ্ধারে পুলিশের তেমন তৎপরতা দেখা যায় না, জাতীয় নির্বাচনে এসব ঘটনা কোনো প্রভাব ফেলবে কি না সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, যার কাছে অস্ত্র থাকে এবং প্রদর্শিত হয় তখন সর্বোচ্চ চেষ্টা দিয়ে পুলিশ কাজ করে। জাতীয় নির্বাচনের সময় আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করা হবে কিনা অপর এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, অস্ত্র উদ্ধারের অভিযান যথাসময়ে করা হবে। কৌশলগত কারণে এটি আমি বলতে চাচ্ছি না।

তেজগাঁওয়ে দুর্বৃত্তের গুলিতে আহত আইনজীবী ভুবন চন্দ্র শীল আজ সোমবার মারা গেছেন। মাঝে মধ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এবং পুলিশও অপরাধে জড়াচ্ছে। এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এমন কোনো ঘটনা ঘটলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের সদস্যরা জড়িত থাকলেও ব্যবস্থা হচ্ছে। তাকেও ছাড় দিচ্ছি না। কোনো ঘটনা সংগঠিত হলে আমরা তদন্ত কমিটি করে ব্যবস্থা নিচ্ছি।

আইনশৃঙ্খলা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আছে উল্লেখ করে তিনি জানান, যেকোনো ঘটনা যখনই সংঘটিত হচ্ছে, তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিচ্ছি। এর আগেও নিয়েছি এখনও নিচ্ছি। সবাইকে আশ্বস্ত করতে চাই, সন্ত্রাসী যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্য এক প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক বলেন, নির্বাচনকালীন সময়ে যে দায়িত্ব আমাদের দেওয়া হবে, সেই দায়িত্ব আমরা যথাযথভাবে পালন করব।

আজকের সারাদেশ /এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা