সকাল ৬:৪৪, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের আদালত পাড়ায় বিচারপ্রার্থীদের জন্য নতুন বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ভার্চুয়ালি যুক্ত হয়ে নবনির্মিত ন্যায়কুঞ্জ উদ্বোধন করেন বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, বিচারপ্রার্থীরা আদালতে আসেন, অথচ তাদের জন্য কোনো বিশ্রামাগার নেই। বিষয়টি আমার শপথের দিন চা চক্রে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করি। সাথে সাথে তিনি বিষয়টি আমলে নেন এবং ব্যক্তিগত সহকারীকে নোট নিতে বলেন। ধারাবাহিকতায় সারা দেশের আদালতপাড়ার জন্য ন্যায়কুঞ্জ নামের বিশ্রামাগার নির্মাণের জন্য বরাদ্দ প্রদান করেন।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ১০টি বিশ্রামাগার নির্মাণ সম্পন্ন হয়েছে। বাকিগুলোও দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

ন্যায়কুঞ্জ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভুঁইয়া, মহানগর দায়রা জজ জেবুন্নেছা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পিপি আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি এএসএম বজলুর রশিদ মিন্টু ও চট্টগ্রাম বিচার বিভাগের অন্যান্য বিচারক ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত জুনের শুরুতে প্রধান বিচারপতির নির্দেশে সারা দেশের ন্যায় চট্টগ্রামেও ন্যায়কুঞ্জ নির্মাণের কাজ শুরু হয়।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা