আজকের সারাদেশ প্রতিবেদন:
এবারের জাতীয় নির্বাচনে ইসির ওপর দায়িত্ব বেশি বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
রোববার (১ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে ইউএনওদের নির্বাচনী প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের বিতর্কের চাপ আমাদের ওপর এসে পড়েছে। তাই আমাদের দায়িত্ব বেশি। আগামী নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠু করার চ্যালেঞ্জ গ্রহণ করেছে ইসি।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আস্থার সংকটই নির্বাচনের আসল সংকট। সেটা যেনো তৈরি না হয়, সেজন্য দায়িত্ব পালনে সজাগ থাকতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।’
আজকের সারাদেশ/একে