রাত ১১:৪৪, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির রোড মার্চে বাবা, সইতে না পেরে বিষপান ছাত্রলীগ নেতার

আজকের সারাদেশ প্রতিবেদন:

ছেলে ছাত্রলীগ নেতা, প্রস্তুতি নিচ্ছেন শান্তিপূর্ণ কর্মসূচিতে যোগ দেয়ার। এমন সময় দলের অন্য কর্মীরা তার ফোনে একটা ছবি পাঠায়। ছবিতে দেখা যায়, বিএনপির রোড মার্চে যোগ দিয়েছেন তার বাবা। এটা দেখার পর বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রলীগ নেতা।

ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার পোমরা ইউনিয়নের মালিরহাট আলকাজ পণ্ডিত বাড়িতে এ ঘটনা ঘটে। আত্মহত্যার চেষ্টা করা নীরব ইমন (২২) পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। ইমন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, তার বাবার নাম মোহাম্মদ জহির (৪৫)। তিনি পোমরা ইউনিয়ন যুবদলের সহসভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, পোমরা ইউনিয়নে রোডমার্চ উপলক্ষে বিএনপি নেতারা জড়ো হচ্ছে, এই খবরে তাৎক্ষণিক শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিলো স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সেখানে ছাত্রলীগ নেতা নীরব ইমনও ছিলেন। এ সময় তার ফেসবুক মেসেঞ্জারে একটি ছবি পাঠান অন্য এক ছাত্রলীগ নেতা। যেখানে ইমনের বাবাকে বিএনপির রোডমার্চে অংশ নিতে দেখা যায়।

বিএনপির মিছিলে বাবার ছবি দেখে বাড়িতে ছুটে যান ক্ষুব্ধ ইমন এবং এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন। একপর্যায়ে বিষপান করেন তিনি। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জয়দ্বীপ নন্দী বলেন, ইমন নামের একজনকে বিষপান করা অবস্থায় আনা হয়েছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের সারাদেশ/একে

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা