আজকের সারাদেশ ডেস্ক:
নারী অধিকারের আন্দোলন করে শান্তিতে নোবেল পেয়েছেন কারাবন্দী ইরানের মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি।
নরওয়েজিয়ান নোবেল কমিটি বাংলাদেশ সময় শুক্রবার বিকেলে এ পুরস্কার ঘোষণা করে।
নার্গিসকে নোবেল দেয়ার বিষয়ে এ পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়, ইরানে নারী নিপীড়নের বিরুদ্ধে লড়াই এবং সবার মানবাধিকার ও মুক্তিকে সমুন্নত রাখার জন্য কাজ করায় নরওয়েজিয়ান নোবেল কমিটি নার্গিস মোহাম্মদিকে ২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এতে বলা হয়, এ বছরের নোবেল শান্তি পুরস্কার ইরানের ধর্মভিত্তিক সরকারের বৈষম্যমূলক নীতি এবং নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে নিপীড়নের বিরুদ্ধে গত বছর বিক্ষোভ করা লাখো মানুষকে দেয়া স্বীকৃতি।
নোবেল পুরস্কারের ওয়েবসাইটে বলা হয়, বিক্ষোভকারীদের মূলমন্ত্র ‘নারী-জীবন-স্বাধীনতা’ নার্গিস মোহাম্মদির আত্মত্যাগ ও কর্মের প্রতিফলন।
এতে উল্লেখ করা হয়, মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীনতার অধিকারের জন্য অকুতোভয় সংগ্রামের ফলে নার্গিস মোহাম্মদিকে অনেক মূল্য চোকাতে হয়েছে। ইরান সরকার তাকে ১৩ বার গ্রেপ্তার করেছে।
ওয়েবসাইটে আরও বলা হয়, নার্গিসকে ৩১ বছরের কারাদণ্ড ও ১৫৪টি বেত্রাঘাতের সাজা দেয়া হয়েছে, যিনি এখনও কারাবন্দি।
আজকের সারাদেশ/০৬অক্টোবর/এএইচ