রাত ২:৫৬, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিলিস্তিনে নিহত ৩৭০, ইসরায়েলে দ্বিগুণ প্রায়

আজকের সারাদেশ ডেস্ক:

ফের অশান্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। ওই অঞ্চলের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে চলা সংঘাতে দুই পক্ষেরই বহু মানুষ হতাহত হয়েছেন।

পাল্টাপাল্টি হামলায় স্থানীয় সময় শনিবার থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনের ৩৭০ জন এবং ইসরায়েলের ৬ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দু পক্ষের দাবির বরাতে রোববার জানিয়েছে বিবিসি।

ফিলিস্তিনের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন ৩৭০ জন। দুই হাজার ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন।

ইসরায়েলের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের ৬ শতাধিক মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হাজারের বেশি মানুষ। আর বন্দি হয়েছেন শতাধিক।

গাজা উপত্যকার শাসক দল হামাস শনিবার ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালালে প্রাথমিক পর্যায়ে ৪০ জনের মৃত্যুর তথ্য পাওয়া যায়। এরপর নিহতের সংখ্যা বাড়তে থাকে। পরে পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েলও। দু পক্ষই ব্যাপক সংঘর্ষে জড়িয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলে হামাসের আকস্মিক ব্যাপক হামলায় দেশটিতে বহু মানুষ প্রাণ হারান। ওই হামলার জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের আস্তানাগুলো গুঁড়িয়ে দেয়ার অঙ্গীকার করেন।

ইসরায়েলে অনেককে বিস্মিত করে শনিবার সকাল থেকে দেশটিকে লক্ষ্য করে বৃষ্টির মতো রকেট ছুড়তে থাকে হামাস। দলটির দাবি, ইসরায়েলের দিকে পাঁচ হাজার রকেট ছোড়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল বলেছে, এ সংখ্যাটা আড়াই হাজার।

হামলার দিনটিকে ইসরায়েলের জন্য ‘কালো দিবস’ আখ্যা দিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সামরিক বাহিনী সর্বশক্তি দিয়ে হামাসের ওপর হামলা চালাবে।

এদিকে হামাসের হামলায় বড় ধরনের ক্ষতি হয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর। গাজার শাসক দলের দাবি, তারা ইসরায়েলের অনেক সেনাকে বন্দি করেছেন।

ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানান, ‘সন্ত্রাসীরা’ বাড়িতে ঢুকে বেসামরিক নাগরিকদের ওপর নির্বিচার হত্যাযজ্ঞ চালায়। তাদের শত শত সদস্য ইসরায়েলে হানা দিয়েছে। ইসরায়েলের অভ্যন্তরে সেনাদের সঙ্গে তাদের লড়াই করছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ২০০৭ সালে হামাস ক্ষমতায় আসার পর দলটির সঙ্গে বেশ কয়েকবার যুদ্ধে জড়ায় ইসরায়েল। পবিত্র আল-আকসা মসজিদের অবমাননা, গাজার শ্রমিকদের জন্য ইসরায়েলের সীমান্ত বন্ধ করে দেয়াসহ নানা কারণে দুই পক্ষের সর্বশেষ উত্তেজনার ঘটনা ঘটে।

আজকের সারাদেশ/০৮অক্টোবর/এএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা