রাত ১০:১৪, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চবি শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির তদন্ত দ্রুত সম্পন্নের দাবি সিপিবির

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগের তদন্ত দ্রুত সম্পন্ন করার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর।

শুক্রবার (০২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানায় সিপিবি।

বিবৃতিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের এক ছাত্রী একজন অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানি ও ধর্ষণের চেষ্টার মতো গুরুতর অভিযোগ এনেছেন। গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ শিক্ষার একটি প্রতিষ্ঠানে এ ধরনের স্পর্শকাতর অভিযোগ, তাও একজন শিক্ষকের বিরুদ্ধে, এটা খুবই অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও উদ্বেগজনক। শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কারের দাবিতে আন্দোলনও চালিয়ে যাচ্ছে বলে আমরা অবগত হয়েছি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) পক্ষ থেকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে একজন ছাত্রীর উত্থাপিত অভিযোগের সুষ্ঠু ও নির্মোহ তদন্ত দাবি করছে। কোনো ধরনের প্রভাবের ঊর্দ্ধে থেকে দ্রুততার সঙ্গে তদন্ত সম্পন্ন করে যদি অভিযোগ প্রমাণ হয়, তাহলে ওই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি জানাচ্ছি। একইসঙ্গে তদন্তে দোষী প্রমাণ হলে শিক্ষকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ফৌজদারি অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানাচ্ছি।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা