রাত ১০:৪৩, বৃহস্পতিবার, ১৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্-নাবিল বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠিত

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের মাদরাসা শিক্ষার্থীদের সাড়াজাগানো বেসরকারি বৃত্তি প্রকল্প ‘আন্-নাবিল বৃত্তি পরীক্ষা-২৩’ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি সংবর্ধনা-২৩ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর একটি অডিটোরিয়ামে আন্-নাবিল বৃত্তি প্রকল্প’২৩ এর চট্টগ্রাম মহানগর উত্তর জোনের আহ্বায়ক তানজির হোসাইন জুয়েল ও সদস্য সচিব হাফেজ মুহাম্মদ তৌহিদুল ইসলাম পরিচালনায় এবং নুরুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রাক্তন ভিসি প্রফেসর ড. আবু বকর রফীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্- নাবিল বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ড. সাইয়্যেদ মাওলানা মুহাম্মদ আবু নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হামেদ হাছন, আইডিয়াল গার্লস মাদরাসার অধ্যক্ষ মাওলানা মীর মুহাম্মদ ইউসুফ ছানুভী, আন্-নাবিল বৃত্তি প্রকল্পের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কেফায়েত উল্লাহ , আন্-নাবিল বৃত্তি প্রকল্পের চট্টগ্রাম মহানগর উত্তর জোনের উপদেষ্টা রাকিবুল হাসান  ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের মাদরাসা বিভাগের পরিচালক হাফেজ মনজুর আলম, মুহাম্মদ রিফাত, মুহাম্মদ আব্দুল্লাহ, মোকাররম হোসেন শামিম, মশফিউল ইসলাম, হাফেজ মুহাম্মদ শোয়াইবুল ইসলাম, শহিদুল ইসলাম এবং মিসবাহ উদ্দিন সিফাতসহ আন্-নাবিল বৃত্তি প্রকল্পে প্রতিনিধিবৃন্দ।

উল্লেখ্য, এবছর সংবর্ধনায় বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ২৭ জন ছাত্র-ছাত্রী ট্যালেন্টপুল এবং ৭৩ জন ছাত্র-ছাত্রীদেরকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সর্বোচ্চ নাম্বার পেয়ে “আন-নাবিল স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’২৩ হয়েছে সলিমা সিরাজ মহিলা ফাযিল মাদরাসার ৭ম শ্রেণীর মেধাবী ছাত্রী ইফফাত সুবাইতা।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা