সকাল ১১:৫৬, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অন্যের জায়গা দখল করে নিজের নামে স্কুল খুলেছেন সাবেক এমপি মোস্তাফিজ!

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অন্যের জায়গা বেদখল করে নিজের নামে স্কুল প্রতিষ্ঠার অভিযোগ উঠেছে। ২০১৮ সালে উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটায় স্কুলটি প্রতিষ্ঠিত হয়। মিনি স্টেডিয়াম করার নামে একই মালিকের আরেকটি জায়গা বেদখল করে মার্কেট নির্মাণেরও অভিযোগ উঠেছে নানা কারণে আলোচিত-সমালোচিত সাবেক এই এমপির বিরুদ্ধে।


শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন জায়গার মালিক স্থানীয় আমিনুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ‘স্কুলের জায়গার বিএস খতিয়ান নম্বর ৪৬৬। এ খতিয়ানের বিএস ১৪৫৪ নম্বর দাগের মোট জায়গার পরিমান ৮৮ শতক। যা মোট ২৪ জন মালিকের নাম লিপিবদ্ধ। এর মধ্যে সাবেক এমপি মোস্তাফিজ তার দাদীর ওয়ারিসূত্রে ৪ দশমিক ৪ শতক এবং অন্য দুই ওয়ারিশ থেকে ৩৩ দশমিক ৭ শতক জায়গার মালিক হন। সর্বসাকুল্যে তিনি ওই জায়গার মাত্র ৩৮ শতক জায়গার মালিক। অথচ খতিয়ানের অবশিষ্ট ২১ জন ওয়ারিশের ৫০ শতক জায়গা তিনি স্কুলের নামে জবর দখল করে রেখেছেন।’

আমিনুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘স্কুল নির্মাণের নামে জবর দখল করার সময় বাঁধা দিলে আমাকে ও আমার ভাইদের মারধর করা হয়। এমনকি আমাকে মিথ্যা মামলা দিয়ে ছয়মাস জেলও খাটান। আমি জেলে থাকাবস্থায় আমার জ্ঞাত ভাইদের আবারও মারধর করে পুকুর ভরাট করে মোস্তাফিজুর রহমান চৌধুরী স্কুল প্রতিষ্ঠা করেন। শুধু তাই নয়, এরমধ্যে অন্য খতিয়ানে আমাদের মালিকানাধীন উকিল আজিজ মিয়া বাজার সংলগ্ন ৬৬৮ বিএস খতিয়ানের ২ একর ৬ শতক জায়গা মিনি স্টেডিয়াম করার নামে দখল করে মার্কেট নির্মাণ করেছেন। যে জমির এক শতাংশও তার (মোস্তাফিজ) মালিকানায় নেই।’

আমিনুল ইসলাম বলেন, ‘এখানের প্রায় ৫০ শতক আমাদের পারিবারিক জায়গা। আমার চাচতো ভাই, জ্যাঠাতো ভাই নিয়ে আমরা তার নামে স্কুল করতে বাঁধা দিয়েছিলাম। কিন্তু সে বাঁধা মানেনি। সে স্কুলের প্রতিষ্ঠা ২০১৮ সালে লিখলেও স্কুল চালু হয়েছে মূলত গত বছর থেকে। আমরা স্কুলের পক্ষে। তবে, তার নামে দেব না। আমরা বঙ্গবন্ধুর নামে স্কুল চাই। তাহলে আমাদের জায়গাটা আমরা স্কুলকে দান করে দেব।’

তবে আমিনুল ইসলামের অভিযোগের বিষয়ে জানতে মোস্তাফিজুর রহমান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান