আজকের সারাদেশ প্রতিবেদন:
মহাসড়কের পাশে উল্টে যাওয়া অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে ভেতরে পাওয়া গেছে ৩৬০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি গাঁজা। যা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
সোমবার (৪ মার্চ) বেলা দেড়টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার চৌগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, এলাকাবাসীর মারফত আমরা খবর পাই চৌগ্রাম এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কের পাশে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে আছে। পরে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাতে যায়। এ সময় অ্যাম্বুলেন্স উদ্ধার করতে গিয়ে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে ৩৬০ বোতল ফেনসিডিল ও ৩৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরে অ্যাম্বুলেন্সের চালক এবং মাদক বহনকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ মাদকদ্রব্যসহ অ্যাম্বুলেন্সটি হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। অ্যাম্বুলেন্সের রেজিস্ট্রেশন নম্বর ধরে চালক এবং মাদক বহনকারীদের আটকের চেষ্টা করছে তারা।
আজকের সারাদেশ/এমএইচ