আজকের সারাদেশ প্রতিবেদন:
২য় রমজানে রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে চান্দঁগাও থানা ছাত্রলীগ। চান্দঁগাও থানা ছাত্রলীগের সভাপতি মো নুরুন নবী সাহেদ ও সাধারন সম্পাদক শহিদুল আলম শহিদের নেতৃত্বে রোজাদার পথচারীদের ইফতার বিতরণ করা হয়।
চাঁন্দগাও থানা ছাত্রলীগের সভাপতি নুরুন নবী শাহেদ বলেন, আমাদের থানার আওতাধীন সকল এলাকায় মাসব্যাপী ইফতার বিতরন কার্যক্রম চলবে।
এতে আরো উপস্তিত ছিলেন চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ সানি, সাজ্জাদ আলম, লুৎফে আজিম রেনেঁসা, দিদারুল হাসান শাহিন, আরেফিন মিরাজ, রিয়াজুল ইসলাম রিজু, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ পিপলু, নঈম উদ্দীন হাসান বিজয়, এজাজ, সামস বিন আজিম, রাসিপ, মোহাম্মদ মনির, ৫নং ওর্য়াড ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মিনহাজ উদ্দিন জুমন, আমিনুল ইসলাম রোহান, মামুনুর রশীদ মামুন, মাহি ফয়সাল, নীলয়, সুজয় দও, রবিন, ইসতিয়াক ইসলাম ইমন, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ সাকিব উদ্দিন, ইসান আহমেদ, রাকিব, বাপ্পা, ইমরান আহমেদ, তাফরিম শাহ, রাহাদ, ইসমাইল রিদয়, মোহরা মোহাম্মদ আমিনুল ইসলাম রোহান, মাহি আল ফয়সাল, ইব্রাহিম হোসেন রিদয়, আরফাত প্রমুখ নেতৃবৃন্দ।
আজকের সারাদেশ/একে