রাত ২:৩৯, শুক্রবার, ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ইন্ডিয়াতে ‘মিয়া ভাই’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন হিরো আলম

আজকের সারাদেশ প্রতিবেদন:

ইন্ডিয়াতে চলছে জামাল উদ্দিন পরিচালিত “মিয়া ভাই” ও “নীলে গেম” সিনেমার শুটিংয়ের কাজ। এতে রয়েছেন দেশের আলোচিত-সমালোচিত অভিনেতা হিরো আলমও।

কাজ নিয়ে বেশির ভাগ সময়ই সমালোচনায় পড়েন বাংলাদেশের ইউটিউবার হিরো আলম। সিনেমা, গান কিংবা রাজনীতির মাঠ—সবখানেই নিজেকে প্রকাশ করেন তিনি। তবে এবার বাংলাদেশে নয়, দুটি সিনেমায় শুটিং করতে কলকাতায় গেছেন হিরো। ছবি দুটির নাম ‘নীলে গেম’, ‘মিয়া ভাই’। পরিচালক জামাল উদ্দিন। এই সিনেমাগুলোর কাজ নিয়েই এখন দারুণ ব্যস্ত হিরো।

এক প্রতিবেদনে হিরোর কলকাতায় সিনেমা করার বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম জি ২৪ ঘণ্টা। তারা জানায়, ৮ মার্চ থেকে ‘নীলে গেম’ ছবির শুটিং শুরু করেছেন হিরো। এই সিনেমায় তাঁর সহশিল্পী কলকাতার গুণী অভিনেত্রী অনামিকা সাহা। শুধু তাই নয়, কলকাতায় যে শুটিং করছেন, সেটি নিশ্চিত হওয়া গেছে হিরো আলমের সামাজিক মাধ্যম থেকেও। সেখানে নিয়মিত পশ্চিমবঙ্গের অভিনেত্রী অনামিকা সাহার সঙ্গে শুটিংয়ের ভিডিও দিচ্ছেন হিরো।

সংবাদমাধ্যমকে হিরো জানান, ‘অনামিকা দিদিসহ অনেক গুণী শিল্পী আমার নতুন দুটি সিনেমায় কাজ করছেন। এখন কলকাতায় শুটিং চলছে। পরিচালক জামাল উদ্দিন ভাই খুব সুন্দর গল্প বাছাই করেছেন। আমার নতুন দুই সিনেমাই দুই বাংলার দর্শক পছন্দ করবেন আশা করি’।

বেশ কয়েক বছর আগে ইউটিউবে গানের ভিডিওর মডেল হয়ে আলোচনায় আসেন হিরো। একসময় সিনেমাতেও অভিনয় করতে দেখা গেছে তাঁকে। এরপর গান গেয়ে সমালোচিত হন। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও আলোচনা হয়। পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন হিরো। যদিও ভোটের মাঠে সুবিধা করতে পারেননি এই ইউটিউবার। সব মিলিয়ে বারবার সংবাদ শিরোনামে আসেন হিরো আলম।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল