রাত ৩:২৯, বৃহস্পতিবার, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চট্টগ্রাম কলেজে বেঞ্চে পা তুলে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রাম কলেজে বেঞ্চে পা তুলে বসা নিয়ে ছাত্রলীগের সিনিয়র-জুনিয়রদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) দুপুরে কলেজের বাংলা বিভাগে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মঈনুল ইসলাম (২০), ওয়াহিদুল রহমান সুজন (২৪), আমিন ফয়সাল বিদ্যুৎ (২১), তৌহিদুল করিম ইমন (২১) ও মো. জাহিদ (২০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মারামারিতে জড়িয়ে পড়া পক্ষ দুটি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিমের অনুসারী হিসেবে পরিচিত।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, ‘আমি তো ছিলাম না। এটা মাহমুদের গ্রুপের বিষয়। ওদের মধ্যে ঝামেলা। এখানে আমাদের কেউ ছিল না। এটা গ্রুপের কোনো বিয়ষ না। কলেজে অনার্সে ভর্তি চলছে, ওদের সিনিয়র-জুনিয়রদের ঝামেলা।’

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম। তিনি বলেন, ‘বেঞ্চে পা তুলে বসা নিয়ে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ঝামেলা হয়েছিল। তেমন বড় কিছু না, চড়-থাপ্পর মেরেছে। কেউ গুরুতর আহত হননি। পরে এটা আমরা নিজেরা মিটমাট করে নিয়েছি।’

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওয়ালি উদ্দীন আকবার জানিয়েছেন পরিস্থিতি এখন স্বাভাবিক আছে, কলেজ ক্যাম্পাসে পুলিশ অবস্থান নিয়েছে।

আজকের সারাদেশ/এমএইচ