রাত ৯:৫৪, শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অভিযানে গিয়ে বহুবার সন্ত্রাসীদের ভয়ে পালিয়েছে বন বিভাগের কর্মকর্তারা

আজকের সারাদেশ প্রতিবেদন:
দীর্ঘদিন ধরে দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, সাতকানিয়া ও চন্দনাইশে অসাধুরা অবৈধভাবে গাছ পাচার করে আসছিলো। বহুবার অভিযানে গিয়ে সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে আসতে হয়েছে বন বিভাগের কর্মকর্তাদের৷ এবার ম্যাজিস্ট্রেট নিয়ে গিয়ে মোবাইল কোর্ট বসিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বন বিভাগ। পুলিশ-ম্যাজিস্ট্রেটের সহযোগিতা ছাড়া যেন অসহায় বন বিভাগ।

বন বিভাগের লাইসেন্স ছাড়া করাত কল পরিচালনা করাসহ অবৈধভাবে পাহাড়ি গাছ বিক্রি করার দায়ে এই জরিমানা করা হয়। করাত কল লাইসেন্স বিধিমালাসহ সংশ্লিষ্ট ধারা মোতাবেক এ শাস্তি দেওয়া হয়েছে। তিন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে সর্বমোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সাতকানিয়ায় চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেঞ্জসহ একটি যৌথ মোবাইল কোর্ট অভিযানে এই জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। এসময় বন বিভাগ চট্টগ্রাম দক্ষিণের পটিয়া রেঞ্জ অফিসার মো. নুরে আলম হাফিজ ও তার টিম, চন্দনাইশ থানার এএসআই নাদিম আকতার ও তার দল এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।

শাস্তিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেসার্স সফিয়া স’মিল এর স্বত্বাধিকারী বাইনজুরীর আলী আমজাদকে(৫০) দশ হাজার, মেসার্স খাজা স’ মিল এর স্বত্বাধিকারী সাতবাড়িয়ার জাহাঙ্গীর আলমকে (৫০ দুই হাজার এবং মেসার্স ভাই ভাই স’মিল এর স্বত্বাধিকারী পশ্চিম এলাহাবাদের মো. লোকমান হাকিমকে (৪৫) পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান