সন্ধ্যা ৬:২৫, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

‘বুয়েটে যদি আবার রাজনীতি ফিরে, তা হবে আবরার ফাহাদকে দ্বিতীয়বার হত্যার শামিল’

আজকের সারাদেশ প্রতিবেদন:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) যদি আবার ছাত্ররাজনীতি ফিরে, তাহলে সেটা হবে আবরার ফাহাদকে দ্বিতীয়বার হত্যা করার শামিল- এমন মন্তব্য করেছেন আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ।

ফাইয়াজ বলেন, এত কিছুর পরও যদি এই ক্যাম্পাসে রাজনীতি ব্যাক করে, তাহলে পরে কাউকে মারলেও কোনো প্রতিবাদ হবে না।

এর আগে ২০১৯ সালের ৭ অক্টোবর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এরপরই ছাত্রদের তীব্র আন্দোলন ও দাবির প্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে নিষিদ্ধ হয় ছাত্ররাজনীতি। তবে সম্প্রতি একটি রিট আবেদনের পর গত সোমবার (১ এপ্রিল) সেই ঘোষণা স্থগিত করে হাইকোর্ট।

এরপর মঙ্গলবার থেকে বুয়েটে ছাত্ররাজনীতি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। এদিন দুপুরে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, বুয়েটে তাদের নতুন রাজনীতি হবে সেশনজট, র‍্যাগিং-বুলিং, দখল-বাণিজ্য ও হত্যা-সন্ত্রাস বিরোধী রাজনীতি।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ফের রাজনীতি চালু হলে আর ক্লাস-পরীক্ষায় ফিরবেন না তারা। বুয়েটের শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে সরব হয়ে উঠেছেন সাবেক শিক্ষক-শিক্ষার্থীরাও।

তবে গতকাল মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে একটি সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, আধুনিক নিয়মতান্ত্রিক ধারার ছাত্ররাজনীতির সূচনা দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েট থেকেই শুরু হতে যাচ্ছে।

আজকের সারাদেশ/এমএইচ

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক