সকাল ১১:০২, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হিট অফিসারের পরামর্শ: শহরে কৃত্রিম বৃষ্টি তৈরি করবে সিটি কর্পোরেশন

আজকের সারাদেশ প্রতিবেদন:

চলমান তাপপ্রবাহ থেকে নগরবাসীকে কিছুটা স্বস্তি দিতে চিফ হিট অফিসারের পরামর্শে শহরের বিভিন্ন রাস্তায় কৃত্রিম বৃষ্টি তৈরি করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। শনিবার (২৭ এপ্রিল) আগারগাঁওয়ে পানি ছিটানো কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এমন ঘোষণা দেন।

মেয়র বলেন, “চিফ হিট অফিসারের বিভিন্ন সুপারিশের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা সিটি কর্পোরেশনের স্প্রে কামান গাড়ি ব্যবহার করে ঢাকার বিভিন্ন রাস্তায় কৃত্রিম বৃষ্টি তৈরি করব। আমাদের দুটো স্প্রে মেশিন আছে। এগুলো রাস্তায় ঘুরে বেড়াবে এবং সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কৃত্রিম বৃষ্টি তৈরি করবে। প্রতিটি গাড়ি প্রতিদিন প্রায় ৪ লাখ লিটার পানি স্প্রে করতে পারে।”

“যেসব রাস্তায় এ বড় গাড়ি প্রবেশ করতে পারবে না সেই অলিগলির রাস্তায় পানি ছেটানোর গাড়িগুলো পানি ছেটাবে। এমন গাড়ি আছে ১০টি। এতোদিন নির্দিষ্ট কিছু এলাকাতে স্বল্প পরিসরে এ কার্যক্রম চললেও এখন এই হিটওয়েভের সময়ে নিয়মিত চলবে।”

এক সপ্তাহের মধ্যে পার্ক ও খেলার মাঠে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করতে কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে বলেও উল্লেখ করেছেন মেয়র।

মেয়র আরো জানিয়েছেন, ঢাকা উত্তরের বিভিন্ন এলাকায় ২০০টি ভ্যান খাবার পানি বিতরণ করবে। প্রতি ওয়ার্ডে তিনটি ভ্যান থাকবে। এই ভ্যানগুলো পার্ক এবং খেলার মাঠের কাছে পানি সরবরাহ করবে। উদ্যোগটি আজ থেকে শুরু হয়েছে।

তিনি নগরীর বাসিন্দাদের প্রতি তাদের বাড়ির আশেপাশের গাছের যত্ন নেওয়ার আহ্বান জানিয়েছেন।

আজকের সারাদেশ/জেএম

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক