দুপুর ২:৫০, মঙ্গলবার, ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, অনিয়ন্ত্রিত ট্রাকের ধাক্কায় মারা গেলেন পুলিশ

আজকের সারাদেশ প্রতিবেদন

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের চেয়ারম্যানঘাটা এলাকায় চলন্ত ট্রাকের ভেতরে মারা গেছেন ট্রাকচালক। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থাকা সব যানবাহনকে ধাক্কা দেয়। এতে হাইওয়ে পুলিশ নিহত হন, আহত হয় বেশ কয়েকজন।

শনিবার (৪ মে) বেলা দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক চালকের নাম মো. আব্দুল মান্নান (৬০)। তিনি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার বাসিন্দা ছিলেন।

নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি প্রথমে সামনে থাকা একটি মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ ছাড়া পাশে থাকা একটি প্রাইভেট কারের ওপর উঠে যায় ট্রাকটি। এ ঘটনায় প্রাইভেট কারে থাকা তিন শিক্ষার্থী সামান্য আহত হন। হাইওয়ে পুলিশ নিহত চালকের লাশ ও আহত যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এই খবরের সত্যতা নিশ্চিত করে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বলেন, চলন্ত ট্রাকটির চালক হঠাৎ মারা যাওয়ায় নিয়ন্ত্রণহীন হয়ে ট্রাকটি আশপাশের গাড়িতে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের পেছনের অংশ দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রীরা সামান্য আহত হয়েছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন উদ্ধার করেছে।

আজকের সারাদেশ/ইই/এমএইচ

সর্বশেষ সংবাদ

চাকরির বয়স ৩৫-এর প্রজ্ঞাপন দিতে সোমবার পর্যন্ত আলটিমেটাম

এস আলমের মায়ের মৃত্যু, জানাজায় ছিলেন না কোনো ছেলে

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা