বিনোদন প্রতিবেদকঃ
কেজিএফ প্রেমীদের জন্য খবরটা সুখকর নয়। ‘কেজিএফ চ্যাপ্টার ২’ মুক্তির পর দর্শকদের তুমুল আগ্রহ ছিল কেজিএফ ৩ কবে আসবে তা নিয়ে। এবার জানা গেলো দর্শকদের সেই আগ্রহ আরও বাড়ছে। খবরটা জানালেন ছবির প্রযোজক।
‘কেজিএফ’ মানেই যেন বক্স অফিসে ঝড়। কন্নড় সিনেমা জগতকে এক ঝটকায় নতুনভাবে উজ্জীবিত করেছে এই ছবি। কেজিএফ যখন মুক্তি পায় তখনও ছবি সংশ্লিষ্টরা ভাবেনি এতটা সাড়া পরবে। তবে প্রথম সিকুয়্যাল রিলিজ হওয়ার পর বক্স অফিসে ব্যাপক সাড়া পড়ে। আয় করে ১ হাজার ২০০ কোটি রুপি। তখনই যশ জানিয়েছিলেন এরপর আসছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’।
গত বছর ‘কেজিএফ চ্যাপ্টার ২’ এর সাফল্যের পর ছবির পরিচালক প্রশান্ত নীল ও অভিনেতা যশ আলোচনা করেন। দ্বিতীয় কিস্তির সাফল্যে ঘোষনা দেন তৃতীয়র। তবে কবে নাগাদ তৃতীয় কিস্তি আসবে তা নিয়ে কিছু বলেননি তখন।
এবার প্রযোজক বিজয় কিরাগান্দুর জানিয়েছেন, ২০২৬ সালে মুক্তি পাবে ‘কেজিএফ চ্যাপ্টার ৩’। ছবির শুটিং শুরু হবে ২০২৫ সালে। ছবির পরিচালক বর্তমানে ব্যস্ত ‘সালার’ এর শুটিং নিয়ে। তাই ‘কেজিএফ চ্যাপ্টার ৩’ এর শুটিং শুরু করতে হচ্ছে দেরী। আর কেজিএফ প্রেমীদের বাড়ছে অপেক্ষার পালা।