স্বাধীনতা
তুমি আকাশের মত অবাধ উদার,
তুমি সাগরের ঢেউয়ের মত উদ্দাম।
স্বাধীনতা
তুমি বাংলার দামাল ছেলের দীপ্ত অনুপ্রেরণা,
তুমি কিশোরীর সলাজ আবেগের সুপ্ত চেতনা।
স্বাধীনতা
তুমি সোনালী সূর্যের উজ্জ্বল আভা,
তুমি বাংলার পূর্বাকাশের স্নিগ্ধ মায়া।
স্বাধীনতা তুমি আমার অহংকার।
লেখক: ছিফাতুর রহমান
সহকারী শিক্ষক, মাদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
কবিরহাট-নোয়াখালী।