রাত ১১:১৪, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘুষের বিনিময়ে ‘ধর্ষক’কে ছেড়ে দিয়ে শাস্তির মুখে তিন পুলিশ

আজকের সারাদেশ প্রতিবেদন:

চট্টগ্রামের আনোয়ারায় সংঘবদ্ধ ধর্ষণের পর টাকা নিয়ে অভিযুক্তদের ছেড়ে দেওয়া ও ইউপি সদস্যের মাধ্যমে সমঝোতার প্রস্তাবের ঘটনায় আনোয়ারা থানা পুলিশের তিন সদস্যকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (২৩ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন আনোয়ারা থানার ওসি মীর্জা মুহাম্মদ হাছান। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন এএসআই ওমর ফারুক, দুই কনস্টেবল মোহাম্মদ রিয়াজ ও মুজিবুর রহমান।

এর আগে গত ১৫ মার্চ দুপুরে প্রেমিক রকির সঙ্গে আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ঘুরতে যায় এক কিশোরী। সেখান থেকে উপজেলার চাতরী ইউনিয়নের পূর্ব সিংহরা ইছমতি এলাকায় গেলে রকিসহ তিন যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়। এসময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে গেলেও রকি যেতে পারেনি। এএসআই ওমর ফারুক ওই কিশোরীসহ রকিকে আটক করে কালাবিবি দীঘির মোড় এলাকায় নিয়ে যান।

এরপর অভিযোগ ওঠে, তাদেরকে নিয়ে যাওয়ার দুই ঘণ্টা পর ১৮ হাজার টাকার বিনিময়ে রকিকে ছেড়ে দেন এএসআই। কিশোরীকে বাড়িতেও পৌঁছে দেন তিনি।

ঘটনার পরপরই কিশোরীর ভাই স্থানীয় চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। পরে থানায় লিখিত অভিযোগ করতে গেলে পুলিশ চাতরী ইউনিয়নের ইউপি সদস্য ধনঞ্জন বিশ্বাস ভোলাকে দিয়ে অভিযুক্তদের সঙ্গে এক লাখ টাকায় সমঝোতার চেষ্টা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কিশোরীর ভাই। সমঝোতা না করায় পুলিশ ওই কিশোরীকে থানায় নিয়ে সারারাত বসিয়ে রাখে।

পরে ১৮ মার্চ রকিসহ চারজনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। এ ঘটনায় ২২ মার্চ অভিযুক্ত পলাশ (২৬), শীংপকর (২৭) ও চন্দন (২৫) কে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি মীর্জা মুহাম্মদ হাছান বলেন, “তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাদের আনোয়ারা থানার সকল কার্যক্রম থেকে বিরত রেখে চট্টগ্রাম পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হয়েছে। তদন্তে ঘটনার সঙ্গে জড়িত এবং দায়িত্বে অবহেলা বা সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা