রাত ১১:২১, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

তিন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অবৈধ বলছে ইউজিসি

আজকের সারাদেশ প্রতিবেদন:

তিন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

একই সঙ্গে ৩২টি বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে সতর্কতা জানিয়েছে সংস্থাটি।

বিশ্ববিদ্যালয়গুলো হলোঃ ইবাইস ইউনিভার্সিটি, আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি ও দি ইউনিভার্সিটি অব কুমিল্লা।

সম্প্রতি ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ওমর ফারুখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ ক্যাম্পাস ও অবৈধভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করায় তিন বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের আইনগত কোনো ভিত্তি নেই। বিশ্ববিদ্যালয় তিনটি সাময়িক অনুমতিপত্রের মেয়াদ উত্তীর্ণের পর নতুন করে সনদ পেতে কোনো কার্যক্রম গ্রহণ করেনি। এ ছাড়া অনুমোদিত ক্যাম্পাস, ঠিকানা এবং রাষ্ট্রপতি অনুমোদিত উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদেও নিয়োগ দেয়নি। এ কারণে বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক, প্রশাসনিক, আর্থিক, বিশ্ববিদ্যালয়ের ভর্তি, পরীক্ষা ও এর ফলাফল এবং একাডেমিক সনদের আইনগত কোনো বৈধতা নেই।

ইউজিসি জানায়, কমিশনের অনুমোদিত ১১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্তমানে ১০২টি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৩২টি বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগকৃত উপাচার্য নেই।

নির্ধারিত সময়ে নিজস্ব ক্যাম্পাসে না যাওয়ায় চলতি বছর ১ জানুয়ারি থেকে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থী বন্ধের সিদ্ধান্ত জানায় ইউজিসি। এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি না হতে বিজ্ঞপ্তিতে পরামর্শ দেয় ইউজিসি।

আজকের সারাদেশ/২ এপ্রিল,২৩/এসএম

সর্বশেষ সংবাদ

কলকাতায় বাংলাদেশি পর্যটকে ভাটা, ব্যবসায়ীদের মাথায় হাত

বোয়ালখালী পৌসভা নানা অনিয়মে গিলে খেয়েছে ‘সিন্ডিকেট’

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা