আজকের সারাদেশ প্রতিবেদন:
চট্টগ্রামের সাতকানিয়ায় কৃষকদের উপর গুলিবর্ষণের মামলায় স্থানীয় সংসদ সদস্যের শ্যালকসহ ৯ আসামির নাম বাদ দিয়ে পুলিশের দেয়া অভিযোগপত্র গ্রহণ না করে পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলার বাদীর নারাজি আবেদনের প্রেক্ষিতে রোববার (২ এপ্রিল) চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আওলাদ হোসেন জুনায়েদের আদালত এ আদেশ দেন।
সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিনের শ্যালক রুহুল্লাহ চৌধুরি উপজেলার চরতী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার (প্রসিকিউশন) পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ বলেন, ‘মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেয়ার পর নারাজি আবেদন করেন মামলার বাদী। এতে রোববার শুনানি শেষে আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।’
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সকালে সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নে কৃষকদের জমিতে বালু রাখার জন্য পাইপ স্থাপন করা হচ্ছিল। কৃষকেরা এ কাজে বাধা দেন। এ নিয়ে কৃষকদের সঙ্গে রুহুল্লাহ চৌধুরীসহ কয়েকজনের সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত সাতজন গুলিবিদ্ধ এবং বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আব্দুল মালেক সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার এস এস ড্রেজার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড উত্তর চরতীর তুলাতুলি কেশুয়ারচর সেনেরচর ঘাটসংলগ্ন সাঙ্গু নদীতে শ্রমিক দিয়ে বালু উত্তোলন করে আসছিল। উত্তোলন করা বালু রুহুল্লাহর সহযোগিতায় কৃষকের জমিতে রাখা নিয়ে বিরোধ তৈরি হয়। কৃষকেরা ফসল নষ্ট হয়ে যাবে এ জন্য জমিতে বালু রাখতে নিষেধ করেন। কিন্তু রুহুল্লার সহযোগিতায় ঠিকাদারি প্রতিষ্ঠান কৃষকের জমির ওপর বালু রাখার চেষ্টা করে।
এজাহারে মামলার বাদী রুহুল্লাহকে প্রধান আসামি করে মোট ১৫ জনের নাম উল্লেখ করেন। কিন্তু পুলিশের দেওয়া অভিযোগপত্র থেকে বাদ যায় এমপির শ্যালকসহ ৯ জনের নাম। বাকি ছয়জনের বিরুদ্ধে দেওয়া হয় অভিযোগপত্র। তারা হলেন- মাঈনুদ্দিন হাসান (২২), মোহাম্মদ মোহায়মেনুল ইসলাম চৌধুরী ফাহিম (২৪), মো. হাফিজুর রহমান (৩৫), মো. শাহিন আলম (২৩), মো. জয়নুল ইসলাম (৩১) ও মো. জহিরুল ইসলাম (২৩)।
এছাড়া অভিযোগপত্রে অব্যাহতি দিতে আবেদন করা ৯ জন হলেন মো. রুহুল্লাহ চৌধুরী (৪২), খালিদ মাহমুদ চৌধুরী মুন্না (২৮), দেলোয়ার হোসেন ওরফে ডাকাত দেলু (৩৫), আজিজুর রহমান ওরফে সাদেক (৪৬), কায়ছার উদ্দিন (২১), মো. শামাউন চৌধুরী (৫৮), সৈয়দ নূর (৫০), মো. সেলিম (৩৭) ও মো. জাহেদুল ইসলাম (৩০)।
আজকের সারাদেশ/২ এপ্রিল,২৩/এসএম