রাত ১০:২১, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার নোবেল: ডিএমপি কমিশনার

আজকের সারাদেশ প্রতিবেদন:

প্রতারণার অভিযোগে গায়ক নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (২০ মে) দুপুরে রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, অনুষ্ঠানের কথা বলে গায়ক নোবেল টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের সঙ্গে তার সত্যতা আছে কিনা দেখা হচ্ছে। এরসঙ্গে কারা জড়িত তাদেরও নাম জানার চেষ্টা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে সকাল থেকে গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ডিবি কার্যালয়ে নোবেলকে ডেকে নেওয়ার পরিপ্রেক্ষিতে এ খবর ছড়ায়।

এদিকে মামলার এজাহার সূত্রে জানা গেছে, শরীয়তপুরের একটি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে ২৮ এপ্রিল উপস্থিত হয়ে গান গাওয়ার কথা ছিল নোবেলের। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে তাদের ১ লাখ ৭৫ হাজার টাকায় চুক্তি হয়। চুক্তি অনুযায়ী অগ্রিম বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ও নগদ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা নিয়েছেন নোবেল। তবে তিনি অনুষ্ঠানে যাননি।
এ ঘটনায় মো. সাফায়েত ইসলাম নামে এক শিক্ষার্থী ঢাকার একটি আদালতে নালিশি মামলা করেন। এরই প্রেক্ষিতে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

আজকের সারাদেশ /২০মে /এসএম

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক