রাত ৮:২৫, বৃহস্পতিবার, ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এখন তাঁরা কোথায় যাবেন, কী খাবেন?

আবদুল কাইয়ুম, চট্টগ্রাম

প্রায় সাত বছর ধরে চট্টগ্রামের কর্ণফুলীর পুরাতন ব্রিজঘাট এলাকায় ছোট্ট একটি মোবাইলের দোকান দিয়ে জীবিকানির্বাহ করে আসছিলেন মুহাম্মদ টিপু সুলতান চৌধুরী। কিন্তু গত ২৩ মে সিডিএর উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হয় টিপুর জীবিকার একমাত্র মাধ্যমটি। ফলে রুটিরুজির পথটি বন্ধ হয়ে যাওয়ায় বেশ বিপাকে পড়েছে টিপুর সাত সদস্যের পরিবার।

শুধু টিপুই নয় এমন প্রায় পাঁচ শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ী বিপাকে পড়েছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিনা নোটিশে উচ্ছেদের কারণে।

ভুক্তভোগীদের বলছেন, দোকান প্রতি দৈনিক ভাড়া ও নতুন করে ইজারার টোল গুনতে হতো তাদের। বাজারটি উপজেলা থেকে ইজারা দেওয়ায় পর থেকে তাদেরপর এই বিপদ নেমে আসে। ইজারা দরপত্র তাদের পেটে যেন আঘাত করেছে।

২৬ মে শুক্রবার চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার পুরাতন ব্রিজঘাট এলাকায় নোটিশ ছাড়া এসব দোকান ব্যবসায়ীদের উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সাধারণ ব্যবসায়ী ও ভুমির মালিকরা। এসময় সিডিএর নোটিশ ছাড়া অমানবিক উচ্ছেদের তীব্র নিন্দা জানায় ভুক্তভোগীরা। পাশাপাশি স্থায়ী পুনর্বাসনের দাবিও জানান তারা।

এসময় চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ এর সাবেক সভাপতি ছৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক কালাম আহমদ রাজা, কর্ণফুলী উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দীন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হক, যুগ্ন সম্পাদক আলাউদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক আলমগীর বাদশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাশেদ রানা, ব্যবসায়ী আনোয়ার সাদাত মোবারক, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বানাজা বরগম নিশি, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা শাহারিয়ার মাসুদ ,ছাবের আহমদ,আনোয়ার হোসেন সও:, হাজী রহমত আলী, মনির আহমদ,বাজার সমিতির সভাপতি জাহেদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গত ২৩ ও ২৪ মে ব্রিজঘাট বাজারে সড়কের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দোকান উচ্ছেদে অভিযান চালায় সিডিএ। এসময় প্রায় পাঁচ শতাধিক দোকান গুড়িয়ে দেয় প্রশাসন। সিডিএর আকস্মিক এই অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়।

আজকের সারাদেশ / ২৬ মে ২৩ /একে/এসএম

সর্বশেষ সংবাদ

রেলওয়ে পূর্বাঞ্চলে এখনো দাপুটে আওয়ামী লীগের শাহ আমানত ও জান্নাত ট্রেডিং

আ.লীগের ইন্ধনে শহীদ তানভীরের ভাইকে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ

আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগের ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন

চবিতে ‘ক্যারিয়ার ইনসাইটস ও লাইফ লেসন’ কর্মশালা অনুষ্ঠিত

চবির টাঙ্গাইল স্টুডেন্টস এসোসিয়েশনের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাহাড়ে সেনাশাসন নয়, অপতৎপরতা প্রতিহত করতেই সেনাবাহিনী

চবির হিসাববিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে শোভাযাত্রা

ঐতিহাসিক ৭ই নভেম্বর ও প্রেসিডেন্ট জিয়াউর রহমান

সোহরাওয়ার্দী উদ্যানে আলেম-ওলামাদের ঢল