সকাল ১০:৪৪, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

দাড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

আজকের সারাদেশ প্রতিবেদন:

বগুড়ায় সড়কে যান্ত্রিক ত্রুটি মেরামতের জন্য দাড়ানো ট্রাককে পেছন থেকে আরেক ট্রাকের ধাক্কায় দুই যানের চালকসহ ৪ জন নিহতের ঘটনা ঘটেছে।

শনিবার (১৫জুলাই) ভোরে জেলার আদমদদিঘী উপজেলার মুরইল বাস স্ট্যান্ডের পাশে খাড়ীর ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত চারজন হলেন দাড়িয়ে থাকা ট্রাকের চালক কামরাঙ্গীরচরের দাদন মিয়া, সহকারী সাইফুল ইসলাম, চলন্ত ট্রাকের চালক নওগাঁর দয়ালের মোড় এলাকার মোস্তাক এবং ওই ট্রাকের যাত্রী নওগাঁর সাপাহারের রকিবুল ইসলাম।

আদমদীঘি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন চারজন নিহতের বিষয়টি নিশ্চিত করেনছেন।  

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, আদমদীঘির মুরইল বাসস্ট্যান্ডের আগে খাড়ীর ব্রিজের কাছে মালবাহী একটি ট্রাক শুক্রবার রাতে নষ্ট হয়। সেটি মেরামতের কাজ করছিলেন মালিক ও চালক মোস্তাক আলী। ওই সময় ঢাকা থেকে আসা আরেকটি মালবাহী ট্রাক নওগাঁ যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা মোস্তাকের ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকের চালক দাদন মিয়া ও যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

তিনি জানান, গুরুতর আহত অবস্থায় মোস্তাক ও অপর ট্রাকের সহকারী সাইফুল ইসলামকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।

ওসি আরও জানান, এ ঘটনায় আর কেউ আহত নেই। ট্রাক দুটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।

আজকের সারাদেশ/১৫জুলাই/এএইচ

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক