সকাল ৮:৪৯, শুক্রবার, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

জিম আফ্রোতে করিম জানাতের ব্যর্থ লড়াই

আজকের সারাদেশ প্রতিবেদন:

টিম সেইফার্টের ঝড়ো ইনিংসে আগে ব্যাটিং করে ১২৬ রানের সংগ্রহ পায় দুরবান কালান্দার্স। সেই রান তাড়া করতে নেমে শুরুতে বিপদে পড়লেও করিম জানাতের ক্যামিওতে লড়াই করেছে কেপ টাউন স্যাম্প আর্মি। তবে শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি, কেপ টাউনের ইনিংস থেমেছে ১১৮ রানে।

গতকাল জিম-আফ্রো টি-টেন লীগে কেপ টাউন স্যাম্প আর্মিকে ৮ রানের ব্যবধানে হারায় দুরবান কালান্দার্স।

এদিন কেপ টাউনের ১১৮ রান তাড়া করতে নেমে দলীয় ২০ রানে ওপেনার জুয়াওকে হারায় দুরবান। এরপর ৩০ রানের জুটি গড়েন রহমতউল্লাহ গুরবাজ ও ভানুকা রাজাপাকশে। তবে দলীয় ৫০ থেকে ৫২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে আবার চাপে পড়ে কেপ টাউন। একে একে ফিরে যান গুরবাজ, শেন উইলিয়ামস, রাজাপাকশে ও টম কুরান ।

এরপর লড়াই করেন অধিনায়ক পার্থিব প্যাটেল ও করিম জানাত। দুজনে মিলে গড়েন ৬৬ রানের জুটি। যদিও তাদের লড়াই শেষ পর্যন্ত বৃথা থেকে গেছে। নির্ধারিত ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৮ রানে থামে কেপ টাউনের ইনিংস। শেষ পর্যন্ত জানাত ১৩ বলে তিন ছয় ও এক চারে ৩০ আর পার্থিব অপরাজিত থাকেন ১৪ বলে চার ৪ আর দুই ছয়ে ৩৭ রানে।

এর আগে ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে বিধ্বংসী শুরু পায় দুরবান। টিম সেইফার্ট ও হযরতউল্লাহ জাজাই মিলে মাত্র ৬.৪ ওভারে গড়েন ৮৭ রানের জুটি। ২২ বলে ৬ চার ও তিন ছয়ে ৪৯ রানে সেইফার্ট ফিরলে ভাঙে জুটি।

জাজাই করেন ২৫ বলে তিন চার ও দুই ছয়ে ৩৮ রান। এরপর শেষদিকে আসিফ আলির ৬ বলে ১৭ রানে ১২৬ রানের সংগ্রহ পায় দুরবান।

আজকের সারাদেশ/২২জুলাই

সর্বশেষ সংবাদ

যুবদল নেতার মোটরসাইকেল চুরির অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে

বাবরী মসজিদ ভাঙার পর সম্প্রীতি রক্ষায় লেখা হয় সেই ‘আলোচিত’ গান

নির্যাতনের অভিযোগে আদালতে মামলা, টাকা নিয়ে মিটমাট করতে বললেন এসআই

কবিতা: স্বাধীনতা।

ভূমি, কার্গো দখল ও ঘর ভাংচুরের ঘটনায় কবিরহাট থানায় মামলা

চবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের ‘মুক্ত সংলাপ’ প্রত্যাখান শিক্ষার্থীদের, ষড়যন্ত্র না করতে দিল হুঁশিয়ারি

১৫ বছর পর মাতৃভূমিতে যুবদল নেতা হাসান নূরী

চবি উপাচার্য হিসেবে অধ্যাপক শামীম অথবা ড. আতিয়ারকে চান শিক্ষার্থীরা

ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ার দায় নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন পলক

কোপা আমেরিকার সেরা একাদশে ৫ জনই আর্জেন্টিনার, ব্রাজিলের এক